leadT1ad

রাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

ছাত্রদলের প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ নূর উদ্দিন আবির, সাধারণ সম্পাদক (জিএস) পদে নাফিউল ইসলাম জীবন ও সহসাধারণ সম্পাদক (এজিএস) জাহিন বিশ্বাস এষা।

স্ট্রিম সংবাদদাতারাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ১৯
রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে নির্বাচন করবেন (বাঁ থেকে) ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবির, জিএস প্রার্থী নাফিউল জীবন, এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা। সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা। রোববার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।

ছাত্রদলের প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ নূর উদ্দিন আবির, সাধারণ সম্পাদক (জিএস) পদে নাফিউল ইসলাম জীবন ও সহসাধারণ সম্পাদক (এজিএস) জাহিন বিশ্বাস এষা।

অন্যান্য পদে প্রার্থী হয়েছেন—ক্রীড়া সম্পাদক পদে নার্গিস খাতুন, সহ ক্রীড়া সম্পাদক পদে মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল কাফি, সহ সাংস্কৃতিক সম্পাদক পদে শাহরিয়ার আলম অথী, মহিলা বিষয়ক সম্পাদক পদে স্বপ্না আক্তার, সহ মহিলা বিষয়ক সম্পাদক পদে নুসরাত ঈশিতা, তথ্য ও গবেষণা সম্পাদক পদে গাজী ফেরদৌস হাসান, সহ তথ্য ও গবেষণা সম্পাদক পদে রেদোয়ানুল ইসলাম রিদয়।

এ ছাড়া মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে রাফায়েতুল ইসলাম রাবিত, সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে নুর নবী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মারুফ হোসেন, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নাইমুল ইসলাম নাইম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে মাসুম বিল্লাহ, সহ বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে জিসান বাবু, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে এ আর রাফি খান, সহ পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ)।

প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী হয়েছেন মিনারুল ইসলাম মেঘ, সাঈদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন এবং মো. আশরাফুল ইসলাম।

আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Ad 300x250

উমর পরিবারের তিন প্রজম্মের হাতে যেভাবে রূপ পেয়েছে এ অঞ্চলের রাজনীতি

নির্বাচনে সাংবাদিকদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে: তথ্য উপদেষ্টা

‘অনলাইন জুয়াড়ি চক্রের হোতা’ সেলিম প্রধানের বিরুদ্ধে যত অভিযোগ

স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার সাত, এলাকায় নেই নুরুল হকের পরিবার

নারী হল সংসদ: এগিয়ে জুলাই আন্দোলনে সক্রিয় ও স্বতন্ত্র প্রার্থীরা

সম্পর্কিত