leadT1ad

বৈষম্যহীন দেশ গড়তে মওলানা ভাসানীর পথেই যেতে হবে: মান্না

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ২২: ৩২
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সংগৃহীত ছবি

এদেশে বৈষম্য দূর করে একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়তে হলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর পথ অনুসরণ করতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

আজ রোববার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে গণসংহতি আন্দোলনের উদ্যোগে আয়োজিত ‘মওলানা ভাসানী ও গণঅভ্যুত্থানের রাজনীতি: বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মান্না বলেন, ‘যদি আপনি সত্যিই নতুন বাংলাদেশ গড়তে চান তাহলে ভাসানীর পথ অনুসরণ করতে হবে। গণঅভ্যুত্থান-পরবর্তী এই বাংলাদেশে যদি দুর্নীতি বন্ধ করতে চান তাহলেও আপনাকে মওলানা ভাসানীর পথেই যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিকল্প রাজনৈতিক শক্তির কথা বলছি কারণ আমরা দুর্বৃত্তায়িত রাজনৈতিক শক্তির হাত থেকে মুক্তি চাই। যেসব দল ভাওতাবাজি দিয়ে চলছে, জনগণ তাদের দূরে সরিয়ে দিতে চাইছে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

সভায় গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়াসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত