leadT1ad

ডাকসু নির্বাচন ২০২৫

যে কারণে ছাত্রশিবিরের ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করলেন ফাহমিদা

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৩: ৫২
এস এম ফরহাদ ও বি এম ফাহমিদা আলম। সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে আদালতে রিট দায়ের করা হয়েছে। স্ট্রিমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী বি এম ফাহমিদা আলম।

ফরহাদ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। এবার ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচন করছেন তিনি। অন্যদিকে ফাহমিদা এবার ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সম্পাদক পদে লড়ছেন। তাঁর প্যানেলের নাম ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের (বাংলাদেশ জাসদ) সমন্বয়ে এই প্যানেল তৈরি হয়েছে।

রিটের কারণ জানতে চাইলে ফাহমিদা স্ট্রিমকে বলেন, ‘এস এম ফরহাদ এখনো ছাত্রলীগের কমিটিতে আছেন এবং তিনি আসলে পদত্যাগ করেন নাই। এবং এরপরে তিনি ইসলামী ছাত্রশিবির—যারা হচ্ছে ডাকসু গঠনতন্ত্রের সাথে কন্ট্রাডিক্ট করে, সেরকম কমিটিতে থেকেও তিনি ডাকসু নির্বাচন করছেন। তো এই দুটাই হচ্ছে কারণ (রিট করার)।’

শুনানিতে তাঁর পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া লড়বেন বলে নিশ্চিত করেছেন ফাহমিদা। প্যানেল নয়, বরং নিজ উদ্যোগেই তিনি এই রিট দায়ের করেছেন বলে জানান।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে স্ট্রিমের পক্ষ থেকে ফরহাদের সঙ্গে যোগাযোগ করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি কিছু বলেননি।

তবে আজ দুপুর ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে রিটকারীকে শুভেচ্ছা জানান ফরহাদ। তাঁকে ‘বামজোটের নেত্রী’ উল্লেখ করে তিনি বলেন, ‘বিভিন্ন দল কর্তৃক দীর্ঘ সময় ধরে ছবি এডিট করে, ভিডিও বানিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করার চেয়ে আপনার আইনি উদ্যোগ তুলনামূলক ভালো অ্যাপ্রোচ।’

উল্লেখ্য, গতকাল শনিবার দুপুরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে বিভিন্ন প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদকেরা অংশ নেন। সেখানে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ফাতিমা তাসনিম জুমা মন্তব্য করেন, ‘আপনি যখন বলেন যে মুক্তিযুদ্ধে সবার স্টেক ছিল, কিন্তু একটা দলের ছাড়া। সেখানে আমি কন্ট্রাডিক্ট (বিরোধীতা) করি। মুক্তিযুদ্ধ কিন্তু পিকিংপন্থী যারা বাম দল ছিল, তাদের কোনো স্টেক ছিল না। মুক্তিযুদ্ধে কিন্তু যারা চাকমা ছিল, তাদের কোনো স্টেক ছিল না।’

পরে রাতে সংবাদ সম্মেলনে জুমার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ অবমাননার অভিযোগ আনে উমামা ফাতেমার নেতৃত্বাধীন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল। তারা অভিযোগ করে, জুমার বক্তব্য অবাঙালি মুক্তিযোদ্ধাদের জন্য অবমাননাকর।

বেসরকারি টেলিভিশনের ওই অনুষ্ঠানে ফাহমিদা নিজেও অংশ নিয়েছিলেন। রিটের সঙ্গে জুমার বক্তব্যের কোনো সম্পর্ক আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘ওভারঅল সংযোগ আছেই, তাই না? মুক্তিযুদ্ধবিরোধী শক্তি এবং মুক্তিযুদ্ধের স্পিরিটকে যারা ধারণ করে না, তারা তো সংযুক্ত।’

Ad 300x250

সম্পর্কিত