স্ট্রিম প্রতিবেদক

চেয়াপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। সোমবার (১ ডিসেম্বর) সেলের ফেসবুক পোস্টে এ অনুরোধ জানিয়ে বলা হয়েছে, খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কিত যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। অসত্য, যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন হৃদরোগ ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে জানান। সেই থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
আজ সকাল থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থান নিয়ে সামাজিকমাধ্যমে নানা তথ্য ছড়িয়ে পড়ে। তাঁকে লাইফসাপোর্টে নেওয়া হয়েছে বলেও এসব তথ্যে জানানো হয়। এ বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার স্ট্রিমকে বলেন, ‘এটা আমরা জানি না। উনার (খালেদা জিয়া) চিকিৎসকরা বলতে পারবেন।’
পরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খালেদা জিয়া এখনো অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখে তাঁর চিকিৎসা চলছে।’
তিনি বলেন, ‘সারাদেশের মানুষ খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে দেন, দেশের জন্য কাজ করার সুযোগ দেন।’
এর আগে বিএনপি চেয়াপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস স্ট্রিমকে বলেছেন, ‘আমি গভীর রাত পর্যন্ত হাসপাতালে ছিলাম। উনি (খালেদা জিয়া) ভালো আছেন। মানুষ সামাজিকমাধ্যমে নানা তথ্য ছড়াচ্ছে, টেলিফোন করছে।’
তিনি আরও বলেন, ‘আমরা তো টেকনিক্যাল পারসন না। উনার চিকিৎসা-সংক্রান্ত তথ্য শুধুমাত্র দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সময় মতো গণমাধ্যমকে জানাবেন।’

চেয়াপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। সোমবার (১ ডিসেম্বর) সেলের ফেসবুক পোস্টে এ অনুরোধ জানিয়ে বলা হয়েছে, খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কিত যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। অসত্য, যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন হৃদরোগ ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে জানান। সেই থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
আজ সকাল থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থান নিয়ে সামাজিকমাধ্যমে নানা তথ্য ছড়িয়ে পড়ে। তাঁকে লাইফসাপোর্টে নেওয়া হয়েছে বলেও এসব তথ্যে জানানো হয়। এ বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার স্ট্রিমকে বলেন, ‘এটা আমরা জানি না। উনার (খালেদা জিয়া) চিকিৎসকরা বলতে পারবেন।’
পরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খালেদা জিয়া এখনো অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখে তাঁর চিকিৎসা চলছে।’
তিনি বলেন, ‘সারাদেশের মানুষ খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে দেন, দেশের জন্য কাজ করার সুযোগ দেন।’
এর আগে বিএনপি চেয়াপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস স্ট্রিমকে বলেছেন, ‘আমি গভীর রাত পর্যন্ত হাসপাতালে ছিলাম। উনি (খালেদা জিয়া) ভালো আছেন। মানুষ সামাজিকমাধ্যমে নানা তথ্য ছড়াচ্ছে, টেলিফোন করছে।’
তিনি আরও বলেন, ‘আমরা তো টেকনিক্যাল পারসন না। উনার চিকিৎসা-সংক্রান্ত তথ্য শুধুমাত্র দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সময় মতো গণমাধ্যমকে জানাবেন।’

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
২ ঘণ্টা আগে
প্রায় দেড় যুগ আগে বিএনপি ছেড়ে সেলিম যোগ দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে। কিন্তু দলটির জাতীয় কমিটিতে জায়গা না পেয়ে ২০১৯ সালের ১৮ নভেম্বর পাল্টা কমিটি গঠনের ঘোষণা দেন।
৪ ঘণ্টা আগে
দুই শ আসনে জয়ী হলেও জামায়াত জাতীয় সরকার গঠন করতে আগ্রহী বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার (৮ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি একথা বলেছেন।
৭ ঘণ্টা আগে
মুখে নানাজন নানা কথা বললেও বিএনপি ছাড়া কোনো দল দেশ গড়ার পরিকল্পনা করছে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা সরকার গঠন করলে নতুন করে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হবে।
৮ ঘণ্টা আগে