leadT1ad

বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সপ্তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সপ্তম জাতীয় কাউন্সিল। ছবি: সংগঠনের পক্ষ থেকে

বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সপ্তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও আন্তর্জাতিক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কাউন্সিলের প্রথম পর্বের উদ্বোধন করেন শহীদ বিপ্লবী ও দেশপ্রেমিক স্মৃতি সংসদের সভাপতি কবি হাসান ফকরী।

বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের দপ্তর সম্পাদক রেদোয়ান আহমেদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় কমিটি কাউন্সিল শুরুর আগে সংগঠনের একটি মিছিল টিএসসি থেকে ভিসি চত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রদক্ষিণ করে আবার মূল মঞ্চে ফিরে আসে। প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন তাওফিকা প্রিয়া এবং সঞ্চালনা করেন বিপ্লব ভট্টাচার্য্য।

অনুষ্ঠানের শুরুতে অপারেশন কাগারসহ বিভিন্ন স্থানে শহীদ, ফিলিস্তিনে নিহত জনগণ এবং বিপ্লবী ছাত্র–যুব আন্দোলন ও নয়াগণতান্ত্রিক গণমোর্চাসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রয়াত সদস্যদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা উপেক্ষা করে একের পর এক গণবিরোধী ও দেশবিরোধী সিদ্ধান্ত নিয়ে চলেছে। তারা শ্রমিক-কৃষক-মধ্যবিত্ত-নারী-আদিবাসীসহ নিপীড়িত জনগণের প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র ও সংবিধান প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার আহ্বান জানান। এছাড়া সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সম্পাদিত সব গোপন-প্রকাশ্য চুক্তি জনসমক্ষে প্রকাশ এবং বাতিলের দাবিও জানান তারা।

বেলা আড়াইটায় শুরু হওয়া দ্বিতীয় অধিবেশনে রাজনৈতিক প্রস্তাব, সাংগঠনিক রিপোর্ট, ঘোষণাপত্র ও গঠনতন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে নতুন জাতীয় কমিটির প্যানেল উপস্থাপন করা হয়। সর্বসম্মতিক্রমে তাওফিকা প্রিয়াকে সভাপতি, নাঈম উদ্দীন ও আব্দুল্লাহ আল মতিন বাদশাকে সহসভাপতি করে ১৯ সদস্যের জাতীয় কমিটি গঠন করা হয়।

বিষয়:

রাজনীতি
Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত