leadT1ad

সমাজ-সংস্কৃতি ব্যাতিরেকে রাজনীতি হতে পারে না: মঈন খান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১৪: ২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। ছবি: সংগৃহীত

সমাজ ও সংস্কৃতি ব্যাতিরেকে রাজনীতি হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। এসময় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটি উপলব্ধি করতে পেরেছিলেন বলেই জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যাত্রা শুরু করেছিলেন।

সোমবার (১০ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) আয়োজিত ‘রক্তাক্ত ৩৬ জুলাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বইটি বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে উল্লেখ করে তিনি বলেন, এটি শুধু ৩৬ জুলাই না, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের লাখ লাখ মানুষের আত্মত্যাগের মাধ্যমে ৫ আগস্ট এসেছিলো।

এসময় তিনি আরও বলেন, ৫ আগস্ট কিন্তু একদিনে হয়নি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে বিএনপিসহ ৪৩টি রাজনৈতিক দল মাঠে ছিলো। বৈষম্যেবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা দিয়াশলাইয়ে যেমন ঘষা দিয়ে আগুনের ফুলকি জ্বালিয়ে দেয়, ঠিক তেমনি বিস্ফোরণের পরিস্থিতিতে আগুনের ফুলকি জ্বালিয়েছিলো। ফলশ্রুতিতে একটি বিস্ফোরণ হয়েছিলো, বিস্ফোরণটাই ৫ আগস্ট, যার ফলশ্রুতিতে স্বৈরাচার আওয়ামী সরকার কাপুরুষের মত দেশ ছেড়ে পালিয়ে যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, সহসম্পাদক সাইদ সোহরাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক হেলাল খান।

Ad 300x250

সম্পর্কিত