leadT1ad

নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে গণসংহতি আন্দোলন

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১১: ০৭
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১১: ২০
গণসংহতি আন্দোলনের দলীয় মনোগ্রাম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়েছে গণসংহতি আন্দোলন। মঙ্গলবার (৫ আগস্ট) দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক বিবৃতিতে একথা জানান।

নির্বাচনের পরিবেশ তৈরির দিকে জোর দেওয়ার আহবান জানিয়ে তারা বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য জাতীয় নির্বাচন অত্যাবশ্যক, এর সুনির্দিষ্ট সময় ঘোষণা জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমরা মনে করি। আমরা প্রথম থেকেই বলে আসছিলাম বিচার, সংস্কার ও নির্বাচন এই তিনটি এই সরকারের কাজ এবং সেগুলো একই সঙ্গে চলতে হবে। ইতিমধ্যেই বিচার কাজ শুরু হয়েছে এবং তাতে দ্রুতগতি আনা ও বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। একইভাবে সংস্কার কাজে অগ্রগতি হচ্ছে এবং শিগগিরই জুলাই জাতীয় সনদ তৈরি হওয়ার ভেতর দিয়ে তা আরও এগিয়ে যাবে বলে আমরা আশা করি।

নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে গণসংহতির দুই নেতা জানান, সংস্কার সম্পন্ন করার জন্য জনগণের সম্মতি এবং তার অভিপ্রায় হিসেবেই সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া জরুরি সেজন্য দরকার নির্বাচন।

আগামী নির্বাচনকে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হিসেবে করার দাবি জানায় গণসংহতি আন্দোলন। তারা জানায়, এই নির্বাচন যাতে একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা সাংবিধানিকভাবে তৈরি করতে পারে তার জন্য আমরা আগামী নির্বাচনকে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হিসেবে করার দাবি জানাচ্ছি।

এই নির্বাচনে গঠিত সংসদ একইসঙ্গে একটা যৌক্তিক সময়ের ভেতরে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করবে ও রাষ্ট্র পরিচালনার কাজ করবে প্রত্যাশার কথা জানায় দলটি।

'জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে যাতে রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য আগামী নির্বাচনকে একটি অবাধ, নিরপেক্ষ এবং সমস্ত পক্ষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে অনুষ্ঠান এই সরকারের একটি বড় দায়িত্ব এবং চ্যালেঞ্জ।'

নির্বাচনে সকলের সম-সুযোগ সৃষ্টি নির্বাচনী প্রক্রিয়ার ওপরে জনগণের আস্থা ফিরিয়ে আনতে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানায় গণসংহতির দুই নেতা ।

Ad 300x250

সম্পর্কিত