স্ট্রিম সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নারী শিক্ষার্থীদের ভোট প্রদানে ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনে স্থাপিত নওয়াব ফয়জুন্নেসা, শামসুন্নাহার হল ও বেগম খালেদা জিয়া হল কেন্দ্রে ভোটারদের এ লাইন দেখা যায়।
ভোট কেন্দ্রগুলোতে দেখা যায়, নারী শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। কেউ কেউ আধা ঘণ্টার বেশি সময় অপেক্ষা করেও মুখে হাসি নিয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেন।
শিক্ষার্থী তন্বী আক্তার বলেন, ‘আজকের দিনটা আমাদের কাছে ঈদের দিনের মতো মনে হচ্ছে। ভোট দিতে কিছুটা সময় লাগলেও কোনো বিরক্তি নেই। বরং আনন্দ লাগছে।’
চবির নারী শিক্ষার্থীরা এককভাবে পাঁচটি ভোটকেন্দ্রে ভোট দিচ্ছে। সেগুলো হলো—বিজয় ২৪ হল কেন্দ্রে ২৬০৪, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল কেন্দ্রে ২৪৮৭, নওয়াব ফাইজুন্নেসা হল ভোটকেন্দ্রে ১১৭৯, প্রীতিলতা হল কেন্দ্রে ২৫৫৫ এবং শামসুন্নাহার হল কেন্দ্রে ২২৯১ জন নারী ভোটার ভোট দিচ্ছেন। এছাড়া মাস্টার দা সূর্যসেন হলে নারী ও পুরুষ যৌথভাবে ৫১৬ ভোটার ভোট দিচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষে সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার ২৭,৫১৬ জন। চাকসুর ২৬টি পদে লড়ছেন ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদে প্রার্থী ৪৯৩ জন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নারী শিক্ষার্থীদের ভোট প্রদানে ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনে স্থাপিত নওয়াব ফয়জুন্নেসা, শামসুন্নাহার হল ও বেগম খালেদা জিয়া হল কেন্দ্রে ভোটারদের এ লাইন দেখা যায়।
ভোট কেন্দ্রগুলোতে দেখা যায়, নারী শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। কেউ কেউ আধা ঘণ্টার বেশি সময় অপেক্ষা করেও মুখে হাসি নিয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেন।
শিক্ষার্থী তন্বী আক্তার বলেন, ‘আজকের দিনটা আমাদের কাছে ঈদের দিনের মতো মনে হচ্ছে। ভোট দিতে কিছুটা সময় লাগলেও কোনো বিরক্তি নেই। বরং আনন্দ লাগছে।’
চবির নারী শিক্ষার্থীরা এককভাবে পাঁচটি ভোটকেন্দ্রে ভোট দিচ্ছে। সেগুলো হলো—বিজয় ২৪ হল কেন্দ্রে ২৬০৪, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল কেন্দ্রে ২৪৮৭, নওয়াব ফাইজুন্নেসা হল ভোটকেন্দ্রে ১১৭৯, প্রীতিলতা হল কেন্দ্রে ২৫৫৫ এবং শামসুন্নাহার হল কেন্দ্রে ২২৯১ জন নারী ভোটার ভোট দিচ্ছেন। এছাড়া মাস্টার দা সূর্যসেন হলে নারী ও পুরুষ যৌথভাবে ৫১৬ ভোটার ভোট দিচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষে সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার ২৭,৫১৬ জন। চাকসুর ২৬টি পদে লড়ছেন ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদে প্রার্থী ৪৯৩ জন
দীর্ঘ ৩৫ বছরের অচলায়তন ভেঙে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ভোটগ্রহণ শুরু হয়েছে।
৯ ঘণ্টা আগেমানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) এক পর্যবেক্ষণ প্রতিবেদন অনুসারে, এই সময়ে কমপক্ষে ১ হাজার ৪৭টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় অন্তত ১৬০ জন নিহত এবং ৮ হাজার ৫০ জন আহত হয়েছেন।
২০ ঘণ্টা আগেসিরাজগঞ্জ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পড়াশোনা করতে এসে মৌলভী বুধপাড়াতেই থিতু হয়েছেন আবদুল ওহাব সোহেল। এ এলাকাতেই বিয়ে করেছেন। তিনি ছিলেন রাবি শিবিরের সেক্রেটারিয়েট মেম্বার। পরবর্তীতে জামায়াতে ইসলামীর মতিহার থানার আমির হয়েছিলেন।
১ দিন আগেনির্বাচন কমিশনারদের একজন একটি রাজনৈতিক দলের মতো করে কথা বলছেন বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
১ দিন আগে