leadT1ad

নির্বাচনে অনিয়ম নিয়ে দ্রোহ পর্ষদের জরুরি সংবাদ সম্মেলন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৮: ১০
দ্রোহ পর্ষদের সংবাদ সম্মেলন। সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলনে করেছে ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের সম্মিলিত দ্রোহ পর্ষদ প্যানেল।

আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে পাঁচটায় চাকসু ভবনের সামনে এ সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে দ্রোহ পর্ষদ প্যানেলের ভিপি প্রার্থী রিঝু লক্ষ্মী অবরোধ বলেন, 'আমরা একটি সুষ্ঠু চাকসু নির্বাচন প্রত্যাশা করেছিলাম। কিন্তু নির্বাচনে নানা অসঙ্গতি হয়েছে। সকালের শুরুতে ভোট দেওয়ার সময় অমোচনীয় কালি উঠে গেছে। আইটি অনুষদে প্রিজাইডিং অফিসারের সই ছাড়া ২০টি ভোট কাস্টিং হয়েছে। অন্যদিকে বিবিএ ফ্যাক্টাল্টিতে ছাত্রী সংস্থার এক নারী অনিয়ম করেছে। এই সমস্যা সমাধানের আগ পর্যন্ত ভোট গণনা স্থগিত করতে হবে।'

সংবাদ সম্মেলনে দ্রোহ পর্ষদ প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত