.png)


স্ট্রিম প্রতিবেদক

গণসংহতি আন্দোলনের তিন দিনব্যাপী পঞ্চম জাতীয় সম্মেলন শুরু হয়েছে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী সমাবেশে জাতীয় পতাকা উত্তোলন করেন দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এর আগে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
তিন দিনব্যাপী এই সম্মেলনে স্বাগত বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জোনায়েদসহ বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতারা বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে।
গণসংহতি আন্দোলনের ডিজিটাল টিমের সদস্য এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ স্ট্রিমকে বলেন, ‘সারাদেশ থেকে আগত কাউন্সিলর ও পর্যবেক্ষকদের অংশগ্রহণে ৩ দিনব্যাপী এই সম্মেলন চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।’

গণসংহতি আন্দোলনের তিন দিনব্যাপী পঞ্চম জাতীয় সম্মেলন শুরু হয়েছে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী সমাবেশে জাতীয় পতাকা উত্তোলন করেন দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এর আগে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
তিন দিনব্যাপী এই সম্মেলনে স্বাগত বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জোনায়েদসহ বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতারা বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে।
গণসংহতি আন্দোলনের ডিজিটাল টিমের সদস্য এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ স্ট্রিমকে বলেন, ‘সারাদেশ থেকে আগত কাউন্সিলর ও পর্যবেক্ষকদের অংশগ্রহণে ৩ দিনব্যাপী এই সম্মেলন চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।’
.png)

বিজিএনের মাধ্যমে বিএনপি তৃণমূল কাঠামোকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে চায়। একই সঙ্গে অনলাইন প্রচার জোরদার করা এবং প্রতিপক্ষের প্রোপাগান্ডা মোকাবিলা করাই এ নেটওয়ার্কের মূল উদ্দেশ্য।
৫ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক হিসেবে আবু বাকের মজুমদার নির্বাচিত হয়েছেন।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচার-মাঠে সবচেয়ে বেশি সক্রিয় রয়েছে জামায়াতের মহিলা বিভাগের কর্মীরা। তালিম আর নারীবান্ধব সেবা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী মাঠ তৈরিতে ভূমিকা রাখছেন তাঁরা। সম্প্রতি দেশের কয়েকটি জেলায় বিপক্ষের বাধার মুখে পড়েছে তাদের এই কার্যক্রম।
৬ ঘণ্টা আগে
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আমাদের এমন কোনো পরিস্থিতি বা জায়গা তৈরি করে দেওয়া তৈরি করা ঠিক হবে না, যেখানে ফ্যাসিস্টরা আবার প্রবেশ করতে পারে। সেজন্য দরকার ন্যূনতম জাতীয় ঐকমত্য। ন্যূনতম জাতীয় ঐকমত্য ছাড়া আমরা এই রাজনৈতিক উত্তরণ ঘটাতে পারবো না।
৭ ঘণ্টা আগে