leadT1ad

চরমপন্থা ও অবৈধ সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ২৩: ০০
বাহরাইনের মানামায় অনুষ্ঠিত ২১তম ‘আইআইএসএস মানামা ডায়ালগ’ অধিবেশনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অভ্যন্তরে কোনো অবৈধ সশস্ত্র গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) বাহরাইনের মানামায় অনুষ্ঠিত ২১তম ‘আইআইএসএস মানামা ডায়ালগ’-এর একটি বিশেষ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চরমপন্থা ও অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় বৈশ্বিক সংহতির ওপর জোর দিয়ে মো. তৌহিদ হোসেন বলেন, এই লড়াইয়ে জিততে হলে আমাদের শ্রেণিকক্ষ, সমাজ এবং তরুণদের মনকে আলোকিত করতে হবে।

‘রাষ্ট্রবহির্ভূত শক্তি ও প্রভাব: আঞ্চলিক ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ’ শীর্ষক এই অধিবেশনে উপদেষ্টা তৌহিদ হোসেন আরও বলেন, অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্ত, অবৈধ বাণিজ্য, বাস্তুচ্যুতি এবং ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে তাদের উগ্র মতাদর্শ প্রচার করছে। এই আন্তর্জাতিক নেটওয়ার্কগুলো মোকাবিলায় তিনি গোয়েন্দা তথ্য আদান-প্রদান, শক্তিশালী সীমান্ত ব্যবস্থাপনা এবং কার্যকর আর্থিক তদারকির আহ্বান জানান। তিনি সরকার, নাগরিক সমাজ এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে অন্তর্ভুক্তিমূলক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত থাকার আহ্বান জানান। পররাষ্ট্র উপদেষ্টা সতর্ক করে বলেন, দীর্ঘায়িত অনিশ্চয়তা এই বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে শোষণের ঝুঁকিতে ফেলতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিতে পারে।

অধিবেশনে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মন্ত্রী, বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সারোয়ার এবং মহাপরিচালক (পশ্চিম এশিয়া) মো. হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত