leadT1ad

সনদে পঞ্চম দফায় সংশোধনীর পরও মানতে নারাজ ‘জুলাই যোদ্ধারা’

আলী রিয়াজের অনুরোধের পর ‘জুলাই যোদ্ধাদের’ একটি অংশ অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে যেতে থাকলেও আরেকটি অংশ ভেতরে স্লোগান দিতে থাকে। এরকম দশ মিনিট চলতে থাকলে পুলিশ তাঁদের বের হওয়ার জন্য তাগাদা দেয়।

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে দুপুরে ‘জুলাই যোদ্ধাদের’জন্য সনদের পঞ্চম দফায় সংশোধনী এনে তা পড়ে শোনান ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এরপর তিনি অনুরোধ করে বলেন, ‘আমরা আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী, আপনারা দয়া করে চলে যান। আপনাদের সঙ্গে পরে বসে আলোচনা করা হবে, আরও সুযোগ আছে।’

আলী রীয়াজ বলেন, ‘আপনাদের দাবির প্রেক্ষিতে আমরা পঞ্চম দফা সংশোধন করেছি। আপনাদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে। সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই আমরা সংশোধনী এনেছি। আজকে এটার স্বাক্ষর অনুষ্ঠানে আমাদের সহযোগিতা করুন। এটা আপনাদের জন্যই অনুষ্ঠান।’

আলী রিয়াজের অনুরোধের পর ‘জুলাই যোদ্ধাদের’ একটি অংশ অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে যেতে থাকলেও আরেকটি অংশ ভেতরে স্লোগান দিতে থাকে। এরকম দশ মিনিট চলতে থাকলে পুলিশ তাঁদের বের হওয়ার জন্য তাগাদা দেয়।

শুক্রবার দুপুরে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। স্ট্রিম ছবি
শুক্রবার দুপুরে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। স্ট্রিম ছবি

এক পর্যায়ে বের হলেও জাতীয় সংসদ ভবনের সামনে প্রধান ফটকে এসে পুলিশের সঙ্গে হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ করে তাঁরা। এসময় পুলিশ লাঠিপেটা করে তাঁদের বের করে দেয়।

দাবি মেনে নেওয়ার পরও কেন জুলাই যোদ্ধারা বের হতে চায়নি জানতে চাইলে ঠাকুরগাঁও থেকে আসা এক জুলাই যোদ্ধা দুলাল ইসলাম স্ট্রিমকে বলেন, ‘আমাদের দাবি যা যা ছিল তা মানা হয়নি।’ কোন দাবিটি মানা হয়নি জানতে চাইলে তিনি আর উত্তর দিতে চাননি।

এদিকে আজকের ‘ঐতিহাসিক’ দিনে সংসদ ভবনের সামনে এরকম ‘সহিংস ঘটনা’ দেখে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত সাধারণ মানুষেরা।

ইফতেখার আলম নামে এক শিক্ষার্থী স্ট্রিমকে বলেন, ‘আমি আজকে এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে এসেছি। কিন্তু এসে মর্মাহত হলাম। তারা ভেতরে গেছে ভালো কথা, কিন্তু পুলিশের ওপর হামলা, এরকম ভাঙচুর করার তো কোনো মানে নেই।’

ফেসবুক লাইভে গিয়ে নিজের ক্ষোভ ঝাড়ছিলেন এই শিক্ষার্থী।

এদিকে আজ শুক্রবার দুপুরের দিকে জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পঞ্চম দফা সংশোধনের কথা জানানো হয়।

এই দফাটিতে আগে ছিল, ‘গণঅভ্যুত্থানপূর্ব ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকালে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব।’

সংশোধিত দফায় বলা হয়েছে, ‘গণ-অভ্যুত্থানপূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর, আহত জুলাই বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায়মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবো।’

এই সংশোধিত দফাটিই জুলাই যোদ্ধাদের পড়ে শুনিয়েছিলেন আলী রিয়াজ।

Ad 300x250

সম্পর্কিত