leadT1ad

বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১৫: ৪৪
চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের সড়ক অবরোধ। স্ট্রিম ছবি

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল চাকরিপ্রার্থী শিক্ষার্থী। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সোয়া ১২টার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের দুই লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

এরফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে অ্যাম্বুলেন্সেসহ জরুরি পরিষেবায় নিয়োজিত যানবাহনগুলোর চলাচল স্বাভাবিক রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকাল ৩টা) অবরোধ চলমান রয়েছে।

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মো. মহসিন মিয়া স্ট্রিমকে বলেন, ‘আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমরা একটা আন্দোলন করে আসছিলাম। আমরা আমাদের প্রিপারেশনটা যেন সুন্দরভাবে নিতে পারি, সে কারণে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা একটা যৌক্তিক সময়ের জন্যে পেছানোর দাবি উঠেছে। আমরা বারবার সরকার বা পিএসসির সঙ্গে আলোচনার চেষ্টা করেছি। কিন্তু তারা আমাদের কথাগুলো আমলে নেয়নি। তাই আজ আমরা ঢাকার রাজপথ বন্ধ করতে বাধ্য হয়েছি। যতক্ষণ পর্যন্ত পিএসসি প্রজ্ঞাপনের মাধ্যমে না জানায়, পরীক্ষা স্থগিতের নোটিশ না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।’

জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হারুন অর রশীদ বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে আমাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের এই যৌক্তিক আন্দোলনে অনেক রাজনৈতিক দলও সমর্থন জানিয়েছেন। কিন্তু এরপরও পিএসসি কাদের সুবিধা দেওয়ার জন্য এরকম স্বৈরাচারী সিদ্ধান্ত আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে, সেটা আমরা জানতে চাই।’

উল্লেখ্য, এর আগে গতকাল সোমবার একই দাবিতে দুপুর ১টা ২৫ মিনিট থেকে দুপুর ১টা ৪৫ মিনিট (২০ মিনিট) পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন চাকরিপ্রার্থী শিক্ষার্থীরা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত