leadT1ad

রাবি শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে ‘ই-কার্ট’ সার্ভিস চালু

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১৬: ৩৩
রুয়া সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান এবং উপাচার্য অধ্যাপক সালাহ্ হাসান নকীব আনুষ্ঠানিকভাবে ই-কার্ট সার্ভিসের উদ্বোধন করেন। স্ট্রিম ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াত সহজ করতে পরীক্ষামূলকভাবে পাঁচটি ‘ই-কার্ট’ উদ্বোধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে রুয়া সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান এবং উপাচার্য অধ্যাপক সালাহ্ হাসান নকীব আনুষ্ঠানিকভাবে এ ই-কার্ট সার্ভিসের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রুয়া সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে রাবিতে রুয়ার আনুষ্ঠানিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অন্য বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইয়ের কমিটিগুলো এড-হক পদ্ধতিতে গঠিত হলেও এখানে গণতান্ত্রিক নির্বাচন হয়েছে—যা কার্যকর সংস্কার কাজে ভূমিকা রাখছে। তার মধ্যে অন্যতম হলো এ ই-কার্ট সার্ভিস, যা শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমাবে।’

তিনি আরও জানান, ‘মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে। রুয়া সবসময়ই বিশ্ববিদ্যালয় পরিবারের উন্নয়নকে অগ্রাধিকার দেবে।’

উপাচার্য অধ্যাপক সালাহ্ হাসান নকীব বলেন, ‘অনেক প্রতিকূলতা পেরিয়ে আমরা একটি সক্রিয় রুয়া পেয়েছি। তারা শুধু ই-কার্টই চালু করেনি; বিশ্ববিদ্যালয়ের উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তাদের পরিবেশবান্ধব এই কার্যক্রম প্রশংসনীয়।’

তিনি আরও বলেন, ‘এটা মাত্র শুরু। আমরা আশা করি রুয়া একটি আদর্শ অ্যালামনাই অ্যাসোসিয়েশন হিসেবে নিজেদের সক্ষমতা আরও শক্তভাবে তুলে ধরবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন (প্রশাসন), উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান (শিক্ষা), বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং রাকসুর প্রতিনিধিরা।

Ad 300x250

সম্পর্কিত