leadT1ad

ফরিদপুরে ধানখেত থেকে বিরল প্রজাতির মেছো বিড়ালের তিনটি বাচ্চা উদ্ধার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ফরিদপুর

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৯: ২৯
বিরল প্রজাতির মেছো বিড়ালের তিনটি বাচ্চা উদ্ধার। স্ট্রিম ছবি

ফরিদপুরের সালথা উপজেলায় ধান কাটার সময় মাঠ থেকে বিরল প্রজাতির মেছো বিড়ালের তিনটি বাচ্চা উদ্ধার করেছেন এক কৃষক। পরে সেগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে ফরিদপুর বন বিভাগে রেখে বাচ্চাগুলো লালনপালন করা হচ্ছে। বড় হলে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উদ্ধারকৃত তিনটি বাচ্চা বন বিভাগে নেওয়া হয়। এর আগে রবিবার বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের রাসেল মাতুব্বর ধান খেতে কাজ করার সময় বাচ্চাগুলো দেখতে পান।

রাসেল মাতুব্বর বলেন, ‘ধান কাটার সময় খেতের মাঝে বাচ্চাগুলো দেখতে পাই। তখন মনে হয় এগুলো মেছো বাঘের বাচ্চা। এ সময় তাদের মা দৌড়ে পালিয়ে যায়। মাঠে বাচ্চাগুলো পড়েছিল, তাই নিরাপদ মনে হয়নি। মায়া লাগায় সেগুলো উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। পরে বন বিভাগকে খবর দিলে তারা এসে বাচ্চাগুলো নিয়ে যান।’

ফরিদপুর সামাজিক বন বিভাগের ফরেস্ট রেঞ্জার (পূর্বগঙ্গাবর্দী এসএফএনটিসি) তাওহীদ হোসেন বলেন, ‘খবর পেয়ে উদ্ধার করে তিনটি বাচ্চা আমাদের কাছে রাখা হয়েছে। এগুলো মেছো বিড়ালের বাচ্চা, সচরাচর দেখা যায় না। সাধারণত ক্ষতিকর নয়, কৃষি জমিতে ইঁদুর খেয়ে ফসল রক্ষা করে।’

উদ্ধার হওয়া মেছো বিড়ালের বাচ্চা নিয়ে রাসেল মাতুব্বর। স্ট্রিম ছবি
উদ্ধার হওয়া মেছো বিড়ালের বাচ্চা নিয়ে রাসেল মাতুব্বর। স্ট্রিম ছবি

তিনি আরও বলেন, ‘বাচ্চাগুলোর বয়স প্রায় এক মাস। হাঁটাচলা করতে পারে; তবে এখনই অবমুক্ত করা ঠিক হবে না। মাছ খাওয়ানোসহ লালনপালন করা হচ্ছে। বড় হলে সেগুলো প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে।’

বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, ‘মেছো বিড়ালের বাচ্চা তিনটি আপাতত বন বিভাগের হেফাজতে আছে। লালনপালনের পর বড় হলে অবমুক্ত করা হবে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত