leadT1ad

নির্বাচন প্রস্তুতির কর্মশালা স্থগিত করল সরকার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে দিনব্যাপী কর্মশালা স্থগিত করেছে সরকার। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, আগামীকাল ৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত ভূমিকা’ শীর্ষক কর্মশালাটি অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।’

এই কর্মশালায় ৮৪৩ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সংযুক্ত থাকবেন বলেও জানানো হয়েছিল।

এ বিষয়ে গত ২৭ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যু করা চিঠিতে বলা হয়েছিল, কর্মশালায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর/সংস্থার প্রধান, সব বিভাগীয় কমিশনার, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সব রেঞ্জ ডিআইজি, সব জেলা ও দায়রা জজ, সব মহানগর দায়রা জজ, সব জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সব চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সব পুলিশ সুপার, সব আঞ্চলিক নির্বাচন অফিসার, সব জেলা নির্বাচন অফিসার, সব জেলা থেকে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রতি জেলা থেকে একজন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সব বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং প্রতি জেলা থেকে পাবলিক প্রসিকিউটর উপস্থিত থাকবেন।

এদিকে কর্মশালাটি এর আগে একবার পেছানো হয়েছিল। প্রথমে ২ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও পরে ‘সবার উপস্থিতি ও সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত’ করার কথা বলে একদিন পেছানো হয়। এখন অনুষ্ঠানটিই স্থগিত করা হলো।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত