.png)
হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত

স্ট্রিম প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) পদে অমর্ত্য রায় জনের প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলো তা স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এর ফলে অমর্ত্য রায় জাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের করা আবেদন শুনানি নিয়ে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এ আদেশ দেয়।
আদালতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মানজুর আল মতিন।
এর আগে দুপুরে জাকসু সহ-সভাপতি (ভিপি) পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফেরত দেওয়ার আদেশ দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। এরপর এ আদেশের বিরুদ্ধে দুপুরেই চেম্বার জজ আদালতে আবেদন করে জাবি। সেই আবেদনের শুনানি নিয়ে চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে।
সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জাকসু নির্বাচনে ভিপি প্রার্থিতা ফেরাতে রিট করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমর্ত্য রায়ের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন রিট করেন।
আইনজীবী মানজুর আল মতিন সাংবাদিকদের বলেন, সম্প্রীতির ঐক্য প্যানেল থেকে অমর্ত্য ভিপি পদে প্রার্থী হন। তাঁর প্রার্থিতা হঠাৎ করে বাতিল করা হয়। সবকিছুর একটা সময় থাকে। প্রার্থী হয়, ভোটার তালিকা হয়, প্রার্থিতা যাচাই-বাছাই হয়। যাচাই-বাছাই শেষে আপিলের একটা সুযোগ থাকে। সব প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচনের অল্প কদিন আগে হঠাৎ করে অমর্ত্য জানতে পারেন যে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছে। এখানে কোনো পর্যায়েই তাকে কোনো শুনানির সুযোগ দেওয়া হয়নি। কোনো চিঠিও দেওয়া হয়নি। এই সবকিছুর ব্যত্যয় ঘটিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর প্রার্থিতা বাতিল করে। এরই প্রেক্ষাপটে অমর্ত্য রিট করেন বলে জানান তাঁর আইনজীবী মানজুর আল মতিন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) পদে অমর্ত্য রায় জনের প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলো তা স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এর ফলে অমর্ত্য রায় জাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের করা আবেদন শুনানি নিয়ে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এ আদেশ দেয়।
আদালতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মানজুর আল মতিন।
এর আগে দুপুরে জাকসু সহ-সভাপতি (ভিপি) পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফেরত দেওয়ার আদেশ দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। এরপর এ আদেশের বিরুদ্ধে দুপুরেই চেম্বার জজ আদালতে আবেদন করে জাবি। সেই আবেদনের শুনানি নিয়ে চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে।
সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জাকসু নির্বাচনে ভিপি প্রার্থিতা ফেরাতে রিট করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমর্ত্য রায়ের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন রিট করেন।
আইনজীবী মানজুর আল মতিন সাংবাদিকদের বলেন, সম্প্রীতির ঐক্য প্যানেল থেকে অমর্ত্য ভিপি পদে প্রার্থী হন। তাঁর প্রার্থিতা হঠাৎ করে বাতিল করা হয়। সবকিছুর একটা সময় থাকে। প্রার্থী হয়, ভোটার তালিকা হয়, প্রার্থিতা যাচাই-বাছাই হয়। যাচাই-বাছাই শেষে আপিলের একটা সুযোগ থাকে। সব প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচনের অল্প কদিন আগে হঠাৎ করে অমর্ত্য জানতে পারেন যে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছে। এখানে কোনো পর্যায়েই তাকে কোনো শুনানির সুযোগ দেওয়া হয়নি। কোনো চিঠিও দেওয়া হয়নি। এই সবকিছুর ব্যত্যয় ঘটিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর প্রার্থিতা বাতিল করে। এরই প্রেক্ষাপটে অমর্ত্য রিট করেন বলে জানান তাঁর আইনজীবী মানজুর আল মতিন।
.png)

জুলাই গণ-অভ্যুত্থানে পতিত সরকারের প্রধান শেখ হাসিনাসহ তাঁর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কয়েকজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার রায়ের তারিখ ঘোষণার দিন ছিল আজ বৃহস্পতিবার।
১১ মিনিট আগে
রাজধানীর শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে (সাবেক বঙ্গবন্ধু এভিনিউ) অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। একই সময়ে কার্যালয়ের সামনের রাস্তা দখল করে ক্রিকেট খেলতে দেখা গেছে বেশ কয়েকটি দলকে।
৩২ মিনিট আগে
পদ্মা সেতুর উত্তর টোল প্লাজা সংলগ্ন খানবাড়ি এলাকায় বরিশালগামী যাত্রী কামরুল ইসলাম বলেন, ‘ভোর থেকে বরিশালগামী বাসের অপেক্ষায় আছি, এখনো কোনো গাড়ি পাচ্ছি না। যেভাবে যানবাহন কমেছে, মনে হচ্ছে আজ পৌঁছানই কষ্টকর হবে।’
১ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫-এ সই করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতির দপ্তরের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে