leadT1ad

রাজনৈতিক দলগুলো না চাইলে সুন্দর নির্বাচন সম্ভব নয়: সিইসি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৬: ৫৩
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন যতই সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিক না কেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া একটি সুন্দর নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।

আজ সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের তৃতীয় দিনের স্বাগত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, ‘আমাদের কর্মকাণ্ডের মধ্যে একটা জিনিস বুঝেছি যে, রাজনৈতিক দল এবং তাদের সদস্যদের সহায়তা ছাড়া সুন্দর কোনো নির্বাচন করা যাবে না। রাজনৈতিক দলগুলো না চাইলে, বা যদি তারা সমস্যা সৃষ্টি করতে চায়, তাহলে আমাদের সব প্রস্তুতি সত্ত্বেও নির্বাচনের চিত্র নষ্ট হয়ে যেতে পারে।’

তিনি আরও বলেন, নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী—এই তিন পর্যায়েই নানা সমস্যা দেখা দেয়। এসব সমস্যা কমাতে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে পালনের কোনো বিকল্প নেই। এ কারণে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, আচরণবিধির খসড়া ওয়েবসাইটে প্রকাশ করে দলগুলোর মতামত নেওয়া হয়েছে এবং সেগুলো বিবেচনায় নিয়েই চূড়ান্ত রূপ দেওয়া হয়েছে।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আপনাদের প্রার্থীদের এবং কর্মীদের আচরণবিধি মানতে উৎসাহিত করবেন, তাহলেই আমাদের কাজ সহজ হবে।’

দেশের ভবিষ্যতের কথা উল্লেখ করে সিইসি বলেন, ‘এই দেশটা আমাদের সবার। সুন্দর দেশ রেখে যেতে হলে একটি সুন্দর নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত হলে দেশের ভবিষ্যৎও সুন্দর হবে।’

সংলাপ আয়োজনে বিলম্বের কারণ ব্যাখ্যা করে সিইসি বলেন, দায়িত্ব গ্রহণের পর ভোটার তালিকা হালনাগাদের মতো বড় কাজে হাত দেওয়ার কারণে সংলাপে কিছুটা দেরি হয়েছে। এর বাইরেও প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভোটদানের ব্যবস্থা এবং জেলবন্দিদের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থা চালুর মতো কিছু নতুন ও জটিল কাজ ইসি হাতে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই কাজগুলো কেউ কোনোদিন করেনি। নানা জটিলতা থাকলেও আমরা সাহস করে কাজগুলো শুরু করেছি।’

দায়িত্ব নেওয়ার পর নানা চ্যালেঞ্জ এলেও ইসি পিছিয়ে যায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘ঝঞ্ঝাবিক্ষুব্ধ জাহাজের নাবিকের মতো আমরা এগোচ্ছি। যত ঝড় আসুক, আমরা মোকাবিলা করব। সুন্দর একটি নির্বাচন আয়োজনের জন্য যা দরকার—ইসি করবে।’

সংলাপের শেষ অংশে সিইসি বলেন, ‘আজ আমাদের শোনার পালা। আপনারা যেসব মতামত ও সুপারিশ দেবেন—আমরা সেগুলো বিবেচনায় নেব।’

উল্লেখ্য, দিনের প্রথম ভাগের সংলাপে অংশ নেয় বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।

Ad 300x250

সম্পর্কিত