leadT1ad

গাইবান্ধায় চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
গাইবান্ধা

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১১: ৪৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এ ঘটনা ঘটেছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। রোববার ভোরে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটেছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করছেন। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি বুলবুল বলেন, ‘রোববার ভোর ৩টার দিকে নাসিরাবাদ গ্রামের আব্দুস ছালামের গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল এই তিন ব্যক্তি। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তারা ওই গ্রামের একটি পুকুরে লাফ দেয়। সেখান থেকে তুলে নিয়ে গ্রামবাসী তাদের পিটুনি দিলে ঘটনাস্থলেই দুজন মারা যায়।’

তিনি বলেন, ‘খবর পেয়ে ভোর সাড়ে ৪টার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে এবং অপর একজনকে গুরুতর আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।‘

হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তারও মৃত্যু হয়।

তিন জনের লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত