leadT1ad

দশম গ্রেডে বেতন পেতে যাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকেরা

এআই জেনারেটেড ছবি

অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। প্রাথমিকের প্রধান শিক্ষকের বেতন স্কেল এগারোতম থেকে দশম গ্রেডে উন্নীত হচ্ছে। আজ বুধবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এটি চূড়ান্ত অনুমোদন পেতে পারে।

বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজকের বৈঠকে ১২টি আলোচ্যসূচি রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল ১১-গ্রেড থেকে ১০-গ্রেডে উন্নীতকরণের প্রস্তাব। এর আগে সর্বোচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে গত ২৭ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল ১১-গ্রেড থেকে ১০-গ্রেডে উন্নীতকরণ করে সরকারি আদেশ জারি করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় অবশিষ্ট ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন স্কেল ১১-গ্রেড হতে ১০-গ্রেডে উন্নীতকরণের প্রস্তাব করা হলে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। এরপর গত ২৮ জুলাই অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগও সম্মতি দিয়েছে । অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ এসব পদের বেতন স্কেল ১০-গ্রেডে নির্ধারণ করেছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে বাংলাদেশের নতুন কনস্যুলেট জেনারেল স্থাপনের জন্য ৮টি পদ সৃজন করার প্রস্তাব উত্থাপন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কারণ হিসেবে সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহর ও এর আশপাশের প্রায় ৭৫ হাজার বাংলাদেশি অভিবাসী প্রবাসীকে প্রায় এক হাজার ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি থেকে কনস্যুলার সেবা নিতে ভোগান্তির শিকার হন। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের জন্য দ্রুত, সহজলভ্য ও মানসম্মত কনস্যুলার সেবা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে একটি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল স্থাপনের জন্য পদ সৃজনের প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোয় বিদেশস্থ বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা শাখার জন্য ১৫টি পদ সৃজনের প্রস্তাব দেওয়া হবে আজকের সভায়। বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট প্রাপ্তি সহজতর করা এবং বিদেশিদের ভিসা প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা নিরসনের লক্ষ্যে পাসপোর্ট ও ভিসা শাখার জন্য পদ সৃজন করা প্রয়োজন।

এদিকে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ রাজস্ব খাতে স্থায়ীভাবে ৬টি ক্যাডার পদ এবং অস্থায়ীভাবে অন্যান্য ৯টি পদসহ মোট ১৫টি পদ সৃজনে সম্মতি দিয়েছে। অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ এই ১৫টি পদের বেতন স্কেল নির্ধারণ করেছে।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের আগে কর্মরত শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণের লক্ষ্যে ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১৫৪টি পদ সৃজনের প্রস্তাব করা হবে। এতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মতি দিয়েছে। অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ ১৫৪টি পদের বেতন স্কেল নির্ধারণ করেছে।

বৈঠকে বিমান বাহিনীর ৩০৫ সারফেস টু এয়ার মিসাইল (স্যাম) ইউনিটের সাংগঠনিক কাঠামো গঠনের লক্ষ্যে রাজস্ব খাতে স্থায়ীভাবে ১৮৩টি পদ সৃজনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে জানা গেছে।

দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণের লক্ষ্যে সারফেস টু এয়ার মিসাইল (স্যাম) ইউনিট বিমান বাহিনীতে সংযোজিত হলেও পরিচালনা, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানের জন্য জনবল না থাকায় মূল্যবান সমরাস্ত্র কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিমান বাহিনীর ৩০৫ সারফেস টু এয়ার মিসাইল (স্যাম) ইউনিটের সাংগঠনিক কাঠামো গঠনের লক্ষ্যে ২০০টি পদ সৃজনের প্রস্তাব করা হলে জনপ্রশাসন মন্ত্রণালয় রাজস্ব খাতে স্থায়ীভাবে সৃজনে সম্মতি প্রদান করেছে। অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ ১৮৩টি পদ সৃজনে সম্মতি প্রদান করেছে। অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ ১৭৬টি সামরিক পদের এবং বাস্তবায়ন অনুবিভাগ ৭টি বেসামরিক পদের বেতন নির্ধারণ করেছে।

বাংলাদেশ নৌবাহিনীর নৌসদরে নৌ বিমান চলাচল অধিদপ্তরের (ডিরেক্টরেট অব নাভাল অ্যাভিয়েশন—ডিএনএভি) সাংগঠনিক কাঠামো গঠনের জন্য রাজস্ব খাতে ১৫টি পদ সৃজনের অনুমোদন দেওয়া হতে পারে।

নৌ বিমান চলাচলের বিমানসমূহের কার্যক্রম, রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ কার্যক্রমের পরিকল্পনা, সমন্বয় এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য নৌ বিমান চলাচল অধিদপ্তরের (ডিএনএভি) সাংগঠনিক কাঠামো গঠন করা প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নৌবাহিনীর নৌসদরে নৌ বিমান চলাচল অধিদপ্তরের (ডিএনএভি) সাংগঠনিক কাঠামোয় ৪০টি পদ সৃজনের প্রস্তাব করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় রাজস্ব খাতে স্থায়ীভাবে ৩৫টি পদ সৃজনে সম্মতি প্রদান করেছে। অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ রাজস্ব খাতে স্থায়ীভাবে ২৫টি পদ সৃজনে সম্মতি প্রদান করেছে।

Ad 300x250

সম্পর্কিত