leadT1ad

এক মাসের মধ্যে ‘গ্রিন বিল্ডিং ম্যানুয়াল’ তৈরির নির্দেশ পরিবেশ উপদেষ্টার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ২১: ২৩
‘এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, গ্রিন প্রকিউরমেন্ট এবং গ্রিন বিল্ডিং’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সংগৃহীত ছবি

সকল সরকারি ভবনকে পরিবেশবান্ধব ‘গ্রিন বিল্ডিং’ হিসেবে নির্মাণ ও রূপান্তর করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ লক্ষ্যে তিনি গণপূর্ত অধিদপ্তরকে এক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ গ্রিন বিল্ডিং ম্যানুয়াল প্রণয়নের নির্দেশ দিয়েছেন।

আজ রোববার (১৬ নভেম্বর) রাজধানীর গণপূর্ত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, গ্রিন প্রকিউরমেন্ট এবং গ্রিন বিল্ডিং’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব নির্দেশ দেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, কোনো মন্ত্রণালয় বা অধিদপ্তর গ্রিন বিল্ডিংয়ের বাইরে গেলে চলবে না। বাধ্যতামূলক নীতি থাকলে কম পানি ব্যবহার, পর্যাপ্ত প্রাকৃতিক আলো এবং আধুনিক পরিবেশবান্ধব নির্মাণশৈলী নিশ্চিত করা সম্ভব হবে।

উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংসের বিরোধিতা করে রিজওয়ানা হাসান বলেন, ‘লেকগুলো ড্রেনেজ ব্যবস্থার জন্য নয়, এগুলো মানুষের জন্য। প্রকৃতি ধ্বংস করে উন্নয়নের নামে বাণিজ্যিক কার্যক্রম করা চলবে না।’

ইটভাটার দূষণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ধানিজমিতে গড়ে ওঠা অবৈধ ইটভাটার আগুন ও ধোঁয়া দেশের সবুজায়ন নষ্ট করছে। বর্তমান সরকার দেশের ইতিহাসে সবচেয়ে বেশি অবৈধ ইটভাটা ভেঙে দেওয়ার ব্যবস্থা করেছে।

তবে উপদেষ্টা সতর্ক করে বলেন, ‘ইটভাটা ভাঙা কোনো স্থায়ী সমাধান নয়; ইটের বিকল্প হিসেবে ব্লক ব্যবহারের বাধ্যবাধকতা আরোপ করাই টেকসই পথ।’ এ জন্য তিনি ভবন নির্মাণে নির্দিষ্ট পরিমাণে ব্লক ব্যবহার বাধ্যতামূলক করতে রাজউককে (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) আহ্বান জানান।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সরকারি হাসপাতাল, কারাগার, আদালত ও এতিমখানা ভবনগুলোর বর্তমান অবস্থা ভালো নয়। সেগুলোকে পরিবেশবান্ধব ও আধুনিক কাঠামোয় সংস্কার ও পুনর্নির্মাণ করতে হবে। তিনি শহরের জলাশয়গুলো পুনরুদ্ধারের ওপরও গুরুত্বারোপ করেন।

সেমিনারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামসহ গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত