leadT1ad

৭ দিনের ব্যবধানে ডাকসু, জাকসু ও রাকসু নির্বাচন

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৭: ২৮
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১৭: ৩৫
৭ দিনের ব্যবধানে ডাকসু, জাকসু ও রাকসু নির্বাচন। সংগৃহীত ছবি

দেশের স্বায়ত্বশাসিত তিন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। আগামী সেপ্টেম্বরে মাত্র সাত দিনের ব্যবধানে হবে ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচন।

জুলাই অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন, শিক্ষার্থী প্রতিনিধি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এর মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নিয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর, ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও ১৫ সেপ্টেম্বর হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন।

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন

গত ২৯ জুলাই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে কর্তৃপক্ষ। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৯ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট। আর ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর।

সর্বশেষ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। ২৮ বছর পর অনুষ্ঠিত ওই নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ বয়স ছিল ৩০ বছর। তবে আসন্ন ডাকসু নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা তুলে দেওয়া হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষার্থী হলেই নির্বাচনে প্রার্থী হওয়া যাবে।

৩৬ বছর পর রাকসু নির্বাচন

দীর্ঘ ৩৬ বছর ধরে নির্বাচন নেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু)। গত ২৮ জুলাই রাকসু ও হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করে কর্তৃপক্ষ।

গত ৩১ জুলাই নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হয়। গত ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়। খসড়া তালিকায় ভোটার হিসেবে রয়েছেন ২৫ হাজার ১২৭ জন। যাঁদের মধ্যে ছাত্র ভোটার ১৫ হাজার ৪৪১ জন এবং ছাত্রী ভোটার ৯ হাজার ৬৮৬ জন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৪ আগস্ট।

তফসিলে বলা হয়েছে, রাকসুর মনোনয়নপত্র বিতরণ করা হবে ১৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত; মনোনয়নপত্র দাখিল করা যাবে ২১, ২৪ ও ২৫ আগস্ট; মনোনয়নপত্র বাছাই হবে ২৭ ও ২৮ আগস্ট; প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ৩১ আগস্ট এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ সেপ্টেম্বর।

এছাড়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর, ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি আবাসিক হলে ভোট গ্রহণ এবং ওই দিনই ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় এক দশক পর ১৯৬২ সালে রাকসু প্রতিষ্ঠিত হয়। এরপর মোট ১৪টি নির্বাচন হয়েছে। সর্বশেষ রাকসু নির্বাচন হয়েছিল ১৯৮৯ সালে।

জাকসুর ভোট ১১ সেপ্টেম্বর

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির মুখে অবশেষে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

জাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের সদস্যসচিব ও প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম জানান, জাকসু নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকা এবং খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে ১০ আগস্ট, চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ হবে ১৭ আগস্ট।

এছাড়া মনোনয়নপত্র সংগ্রহ ১৮ ও ১৯ আগস্ট সকাল ৯টা থেজে বিকেল চারটা পর্যন্ত এবং ওই দুই দিনের একই সময় মনোনয়নপত্র জমাদান (প্রার্থীকর্তৃক) করা যাবে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ২৫ আগস্ট, মনোনয়ন পত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ ২৬ আগস্ট এবং আপিলের শুনানী ২৭ আগস্ট সকাল ৯টা থেকে বেলা দুইটা পর্যন্ত, আপিলের রায় ঘোষণা ২৭ আগস্ট বিকেল ৪টা, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৯ আগস্ট বিকেল ৪টায়।

এ ছাড়া নির্বাচনী প্রচারণা করা যাবে ২৯ আগস্ট বিকেল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভোটগ্রহণ শুরু হবে ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর ভোটগণনা শুরু হবে সন্ধ্যা সাতটা থেকে এবং প্রতি দুই ঘণ্টা পর পর ফলাফলের আপডেট প্রকাশ করা হবে।

তফসিল ঘোষণা শেষে নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, নির্বাচন সুষ্ঠু করতে ক্যাম্পাসে পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সহায়তা করবেন। এ ছাড়া আবাসিক হল থেকে যেসব মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী রয়েছেন, তাঁদেরকে হল ত্যাগ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৯৭১ সালের ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরুর পরের বছরই প্রথম জাকসু নির্বাচন হয়। এরপর ১৯৭৪, ১৯৭৯, ১৯৮০, ১৯৮১, ১৯৮৯, ১৯৯০ ও ১৯৯১ সালসহ মোট ৮ বার নির্বাচন হয়েছে। ১৯৯২ সালে শেষবারের মতো নির্বাচন হয়। কিন্তু ১৯৯৩ সালের ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে ছাত্রেরা শিক্ষকদের ওপর হামলা চালালে কেন্দ্রীয় ছাত্র সংসদ ভেঙে দেয় প্রশাসন। এরপর নানা সময়ে উদ্যোগ নেওয়া হলেও নির্বাচন হয়নি।

Ad 300x250

ইসরায়েলের সঙ্গে মিলে কোটি কোটি টাকা খরচায় গুপ্তচরবৃত্তি করেছে আ. লীগ

আনাস আল শরীফ: মৃত্যুর চোখে চোখ রেখে সাংবাদিকতা

মার্কিন শুল্ক ১৫ শতাংশেরও কমে নামানোর চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

জাতীয় যুবশক্তির ইশতেহার ঘোষণা, নেতাকর্মীদের উচ্ছ্বাস

জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান সামাজিক প্রতিরোধ কমিটির

সম্পর্কিত