leadT1ad

মিথ্যা দিয়ে যাত্রা শুরু করতে চান না তাসনিম জারা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৮: ৫১
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা সংসদে যাওয়ার শুরুটা মিথ্যা দিয়ে করতে চান না। ঢাকা-৯ আসনে দলের এই মনোনয়নপ্রত্যাশী নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া ব্যয়ের সীমা ২৫ লাখ টাকার মধ্যেই নির্বাচনী প্রচার শেষ করতে চান।

শনিবার (৬ ডিসেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে এসব লিখেছেন তাসনিম জারা। রাজনীতিতে স্বচ্ছতা ও সততার দৃষ্টান্ত স্থাপনে সাধারণ মানুষের অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

এনসিপি থেকে খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও মান্ডা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনে লড়তে চান তাসনিম জারা। তিনি লেখেন, আমাদের দেশে নির্বাচনে একজন প্রার্থী আইনগতভাবে সর্বোচ্চ ২৫ লাখ টাকা খরচ করতে পারেন। কিন্তু বাস্তবে ২০, ৫০ এমনকি ১০০ কোটি টাকা খরচ করে নির্বাচন কমিশনের কাছে ২৫ লাখ টাকার মিথ্যা হিসাব দেওয়া হয়। ফলে প্রায় সবারই সংসদে যাওয়ার যাত্রাটা শুরু হয় আইন ভঙ্গ ও মিথ্যা বলার মাধ্যমে।

তাসনিম জারা লেখেন, আমি এই অসততা ও মিথ্যার রাজনীতি করব না। আমি প্রতিজ্ঞা করছি, আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকাও খরচ করব না। স্বল্প বাজেটে নির্বাচন করা অসম্ভব– এমন সমালোচনার জবাবে তিনি লেখেন, স্বচ্ছতার সঙ্গে প্রতিটি পয়সার হিসাব নির্বাচনের আগে ও পরে জনগণের সামনে তুলে ধরবেন।

তাসনিম জারা বিশ্বাস করেন, অর্থ আর পেশীশক্তির বৃত্তের বাইরে এসেও যে নির্বাচন করা যায়, তা প্রমাণ করার সময় এসেছে। ব্যয় কমাতে এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে ‘স্বেচ্ছাসেবক টিম’ গঠনের উদ্যোগ নিয়েছেন তিনি।

তাসনিম জারা লেখেন, আমি চাই এবারের নির্বাচন হোক জনগণের নিজেদের নির্বাচন। যদি রাজনীতি দুর্নীতি আর মিথ্যার বৃত্ত থেকে বের হয়ে সত্যিকারের জনগণের হাতে ফিরে আসে, তবে দেশের সম্ভাবনা সীমাহীন।

Ad 300x250

সম্পর্কিত