leadT1ad

মানিকগঞ্জে পৃথকস্থানে ৪টি ককটেল বিস্ফোরণ, দুজন রিকশাচালক আহত

মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকার দুটি স্থানে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে দুজন রিকশাচালক আহত হয়েছেন। এছাড়া জেলার সাটুরিয়ার গোলড়া এলাকায় ককটেল বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মানিকগঞ্জ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১১: ৫৪
মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত দুজন রিকশাচালক। স্ট্রিম ছবি

মানিকগঞ্জের তিনটি স্থানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুজন রিকশাচালক। গতকাল রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও জেলার সাটুরিয়ার গোলড়া এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

ককটেল বিস্ফোরণে আহত রিকশাচালকেরা হলেন মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া এলাকার মো. সাগর মিয়া এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা মো. নবীন হোসেন।

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা কেন্দ্র করে এসব ককটেল হামলা ঘটনা ঘটছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, জেলা শহরের ব্যস্ততম রাস্তাগুলো রাত ১০টার দিকে প্রায় ফাঁকা হয়ে যায়। এ সময় শহর সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের ‘অদম্য-৭১’ ভাস্কর্যের পাদদেশে পর পর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে একজন রিকশাচালক আহত হন। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে লোকজন ছুটাছুটি শুরু করলে পার্শ্ববর্তী ইউনাইটেড হাসপাতালের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে আরও একজন রিকশাচালক আহত হন। উপস্থিত লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এদিকে ওই ঘটনার কিছু সময় পরে ঢাকা-আরিচা মহাসড়কের সাটুরিয়ার গোলড়া নামক স্থানে একটি ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। পরে এসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ইউনাইটেড হাসপাতালের সামনে এক রিকশাচালক দাবি করেন, হাসপাতালের ছাদ থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়। আবার ‘অদম্য ৭১’ ভাস্কর্যের সামনে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল থেকে প্রথম দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে পুলিশের ধারণা, ফুটওভার ব্রিজের ওপর থেকে প্রথম দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে।

এছাড়া গোলড়া বাসস্ট্যান্ডের এক ফার্মেসি ব্যবসায়ী বলেন, তাঁর দোকানের সামনে একটি কালো মাইক্রোবাস থেমে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঢাকার দিকে পালিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজন রিকশাচালক আহত হন। তাঁদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাসস্ট্যান্ড ও শহরের সব স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল-মামুন বলেন, ‘যেসব স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, ওই সব স্থানের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ ছাড়া বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত