leadT1ad

জাবিতে ছাত্রশক্তির নতুন কমিটি ঘোষণা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৮: ৪৩
জিয়া উদ্দিন আয়ান ও নাদিয়া রহমান অন্বেষা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান এবং সাধারণ সম্পাদক পদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী নাদিয়া রহমান অন্বেষা নির্বাচিত হয়েছেন।

আজ বুধবার (১০ ডিসেম্বর), বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দিন মুক্তমঞ্চে নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে ছাত্রশক্তি। এই অনুষ্ঠানে জাবি ছাত্রশক্তির ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করেন।

নবনির্বাচিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তানভীর আহমদে শিহাব। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. সাজ্জাদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রিয়াজুল ইসলাম রিয়াজ।

এছাড়া কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সাত কার্যদিবসের মধ্যে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়:

Ad 300x250

সম্পর্কিত