স্ট্রিম সংবাদদাতা

লক্ষ্মীপুরের রামগতিতে বিজয় দিবসের অনুষ্ঠানে ‘রাজাকারের পাঠ মঞ্চ’ নাটিকায় বাধা দিয়েছেন জামায়াত ইসলামীর নেতারা। অনুষ্ঠানে ডিসপ্লে (যেমন খুশি তেমন সাজো) অংশে রাজাকারের হাতে নারী নির্যাতনের দৃশ্য পাঞ্জাবি-টুপি পরে অভিনয়কে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ বলে অভিযোগ করেছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আলেকজান্ডার আ স ম আব্দুর রব সরকারি কলেজ মাঠে এই ঘটনা ঘটে। এতে কলেজের শিক্ষার্থী, অধ্যক্ষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জামায়াত নেতাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে জামায়াত নেতাদের বিরুদ্ধে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। এই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিরূপ সমালোচনার জন্ম দেয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, গতকাল বিজয় দিবসের অনুষ্ঠান উপলক্ষ্যে সরকারি কলেজ মাঠে সকাল ১০টার দিকে কুচকাওয়াজ হয়। পরে ডিসপ্লে অংশে ‘রাজাকারের পাঠ মঞ্চ’ নামে একটি নাটিকা মঞ্চায়ন করে শিক্ষার্থীরা। এতে কলেজের ১২ থেকে ১৫ জন শিক্ষার্থী অংশ নেয়। নাটিকায় ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা ও রাজাকারের মধ্যে ঘটে যাওয়া ঘটনা অভিনয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে তারা।
তবে নাটিকায় একটি অংশ রাজাকারের চরিত্রের ব্যক্তিরা পাঞ্জাবি-টুপি পরা থাকাকে ‘মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত’ দাবি করে অতিথি মঞ্চ থেকে প্রতিবাদ জানান উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রহিম ও পৌর আমির আবুল খায়ের। তাঁরা মঞ্চ থেকে তেড়ে গিয়ে কলেজের অধ্যক্ষ মোহাম্মাদ আশরাফ উদ্দিনের কাছে বিষয়টির ব্যাখ্যা জানতে চান। এ সময় দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় সেখানে ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ও স্থানীয় মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে কলেজের শতাধিক শিক্ষার্থী শহিদ মিনার চত্বরে গিয়ে জামায়াত নেতাদের বাধার প্রতিবাদ জানায়। এ সময় তারা ‘রাজাকারের আস্তানা, রামগতিতে হবে না’, ‘রাজাকারের আস্তানা, বাংলাদেশে হবে না’, ‘রাজাকারের আস্তানা, এই কলেজে হবে না’ সহ নানা স্লোগান দেয় তারা। পরে ইউএনও ও ওসির হস্তক্ষেপে বিষয়টির সমাধান হলে অনুষ্ঠানটির বাকি অংশ শেষ হয়।
উপজেলা জামায়াত নেতা আবদুর রহিম বলেন, ‘পাঞ্জাবি-টুপি পরে অভিনয় করায় আমি একজন মুসলমান হিসেবে মেনে নিতে পারিনি। তাই আমরা প্রতিবাদ জানিয়ে এ ধরনের অভিনয়ের ব্যাখ্যা জানতে চেয়েছিলাম। পরে ইউএনও ও ওসি সাহেবের মধ্যস্থতায় বিষয়টির সমাধান হয়েছে।’
কলেজের অধ্যক্ষ আশরাফ উদ্দিন বলেন, ‘একটু ভুল বোঝাবুঝি হয়েছে। পরে আমরা সমাধান করে ফেলেছি।’
জানতে চাইলে ওসি লিটন দেওয়ান বলেন, ‘স্বাধীনতাযুদ্ধে মুক্তিযোদ্ধা ও রাজাকারের মধ্যে ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে নাটক বা অভিনয় চলছিল। এ নাটকে পাঞ্জাবি-টুপি ব্যবহার করায় এক পক্ষ থেকে আপত্তি তোলা হলে একটু কথা-কাটাকাটি হয়েছে। পরে বিষয়টি সমাধান করা হয়েছে।’
ঘটনা সম্পর্কে জানতে ইউএনও নিলুফা ইয়াসমিন নিপার মোবাইল ফোনে আজ বুধবার (১৭ ডিসেম্বর) একাধিকবার কল করলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

লক্ষ্মীপুরের রামগতিতে বিজয় দিবসের অনুষ্ঠানে ‘রাজাকারের পাঠ মঞ্চ’ নাটিকায় বাধা দিয়েছেন জামায়াত ইসলামীর নেতারা। অনুষ্ঠানে ডিসপ্লে (যেমন খুশি তেমন সাজো) অংশে রাজাকারের হাতে নারী নির্যাতনের দৃশ্য পাঞ্জাবি-টুপি পরে অভিনয়কে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ বলে অভিযোগ করেছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আলেকজান্ডার আ স ম আব্দুর রব সরকারি কলেজ মাঠে এই ঘটনা ঘটে। এতে কলেজের শিক্ষার্থী, অধ্যক্ষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জামায়াত নেতাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে জামায়াত নেতাদের বিরুদ্ধে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। এই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিরূপ সমালোচনার জন্ম দেয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, গতকাল বিজয় দিবসের অনুষ্ঠান উপলক্ষ্যে সরকারি কলেজ মাঠে সকাল ১০টার দিকে কুচকাওয়াজ হয়। পরে ডিসপ্লে অংশে ‘রাজাকারের পাঠ মঞ্চ’ নামে একটি নাটিকা মঞ্চায়ন করে শিক্ষার্থীরা। এতে কলেজের ১২ থেকে ১৫ জন শিক্ষার্থী অংশ নেয়। নাটিকায় ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা ও রাজাকারের মধ্যে ঘটে যাওয়া ঘটনা অভিনয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে তারা।
তবে নাটিকায় একটি অংশ রাজাকারের চরিত্রের ব্যক্তিরা পাঞ্জাবি-টুপি পরা থাকাকে ‘মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত’ দাবি করে অতিথি মঞ্চ থেকে প্রতিবাদ জানান উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রহিম ও পৌর আমির আবুল খায়ের। তাঁরা মঞ্চ থেকে তেড়ে গিয়ে কলেজের অধ্যক্ষ মোহাম্মাদ আশরাফ উদ্দিনের কাছে বিষয়টির ব্যাখ্যা জানতে চান। এ সময় দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় সেখানে ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ও স্থানীয় মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে কলেজের শতাধিক শিক্ষার্থী শহিদ মিনার চত্বরে গিয়ে জামায়াত নেতাদের বাধার প্রতিবাদ জানায়। এ সময় তারা ‘রাজাকারের আস্তানা, রামগতিতে হবে না’, ‘রাজাকারের আস্তানা, বাংলাদেশে হবে না’, ‘রাজাকারের আস্তানা, এই কলেজে হবে না’ সহ নানা স্লোগান দেয় তারা। পরে ইউএনও ও ওসির হস্তক্ষেপে বিষয়টির সমাধান হলে অনুষ্ঠানটির বাকি অংশ শেষ হয়।
উপজেলা জামায়াত নেতা আবদুর রহিম বলেন, ‘পাঞ্জাবি-টুপি পরে অভিনয় করায় আমি একজন মুসলমান হিসেবে মেনে নিতে পারিনি। তাই আমরা প্রতিবাদ জানিয়ে এ ধরনের অভিনয়ের ব্যাখ্যা জানতে চেয়েছিলাম। পরে ইউএনও ও ওসি সাহেবের মধ্যস্থতায় বিষয়টির সমাধান হয়েছে।’
কলেজের অধ্যক্ষ আশরাফ উদ্দিন বলেন, ‘একটু ভুল বোঝাবুঝি হয়েছে। পরে আমরা সমাধান করে ফেলেছি।’
জানতে চাইলে ওসি লিটন দেওয়ান বলেন, ‘স্বাধীনতাযুদ্ধে মুক্তিযোদ্ধা ও রাজাকারের মধ্যে ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে নাটক বা অভিনয় চলছিল। এ নাটকে পাঞ্জাবি-টুপি ব্যবহার করায় এক পক্ষ থেকে আপত্তি তোলা হলে একটু কথা-কাটাকাটি হয়েছে। পরে বিষয়টি সমাধান করা হয়েছে।’
ঘটনা সম্পর্কে জানতে ইউএনও নিলুফা ইয়াসমিন নিপার মোবাইল ফোনে আজ বুধবার (১৭ ডিসেম্বর) একাধিকবার কল করলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে ‘পদযাত্রা’ বা ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচির উত্তাপের মধ্যেই দিল্লিতে বাংলাদেশের হাই-কমিশনারকে জরুরি তলব করা হয়েছে। ভারতীয় মিশনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
২৮ মিনিট আগে
প্রবাসী কর্মসংস্থানের দীর্ঘদিনের সংকট নিরসনে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘সরকারের আন্তরিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও যে পরিমাণ সাফল্য অর্জিত হওয়ার কথা ছিল, তা এখনো সম্ভব হয়নি।’
১ ঘণ্টা আগে
ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা বা মার্চ টু হাইকমিশন কর্মসূচির দিনে হঠাৎ করেই কার্যক্রম বন্ধের ঘোষণা দিল রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)। ‘উদ্ভূত পরিস্থিতি’র কথা বলে আজ বুধবার দুপুর ২টার পর থেকে কেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ব্রেইন ছাড়া শরীরের সব অঙ্গ সক্রিয় রয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেন।
২ ঘণ্টা আগে