leadT1ad

ঢামেক থেকে এভারকেয়ারে গুলিবিদ্ধ হাদি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ২৩: ৩৮
ঢামেক থেকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ারে নেওয়া হয়েছে ওসমান হাদিকে। সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ারে পৌঁছায়।

এর আগে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সে থাকা ইনকিলাব মঞ্চের সংগঠক কবি মুনসিব রহমান মামুদ স্ট্রিমকে বলেছিলেন, ‘এভারকেয়ারে নেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শে পরিবারের সম্মতি রয়েছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেছেন, ‘সরকারের সিদ্ধান্তের’ পরিপ্রেক্ষিতে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। হাদিকে ‘লাইফ সাপোর্টে’ রাখার কথাও জানিয়েছিলেন তিনি।

অস্ত্রোপচারের পর সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়। রাত ৮টার দিকে সেটি এভারকেয়ারে পৌঁছায় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রওনক আলম।

এর আগে জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদি। ঢামেক হাসপাতলের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান বলেছিলেন, দুর্বৃত্তের গুলিতে হাদির ম্যাসিভ ব্রেন ইনজুরি হয়েছে। হাদির ভেতরে সাইন অব লাইফ বা জীবনের চিহ্ন এখনো আছে। এটি নিঃশেষ হয়ে যায়নি। অস্ত্রোপচারের সময় তিনি একবার শকে চলে গিয়েছিলেন। কিন্তু তাঁর নিজস্ব শ্বাস-প্রশ্বাসের প্রচেষ্টা ছিল, যা আমাদের আশাবাদী করছে।

ঘটনার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে তিনি আরও বলেন, ‘এটা ম্যাসিভ ব্রেন ইনজুরি বলতে যা বোঝায় সেটাই। বুলেটটি বাম দিকের কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বের হয়ে গেছে। এতে ব্রেন স্টেম বা মগজের কাণ্ডও ক্ষতিগ্রস্ত হয়েছে। মগজের চাপ কমানোর জন্য আমরা বাম দিকের খুলি খুলে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি।’

ডিএমপির উপকমিশনার (জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান বলেছেন, জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে এসে হাদিকে গুলি করে পালিয়ে যায়। হামলাকারীরা তিনটি মোটরসাইকেলে করে এসেছিল।

হাদিকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর জরুরি বিভাগের সামনে প্রচণ্ড ভিড় করেন উৎসুক মানুষ। নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী।

ঢাকা-৮ আসন মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, রমনা ও শাহবাগ থানা এলাকা নিয়ে গঠিত। এ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বিকেলে হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে যান।

জামায়াত থেকে এ আসনে মনোনয়ন পেয়েছেন দলের নায়েবে ড. হেলাল উদ্দিন। দলের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তিনিও হাদিকে দেখতে ঢামেক হাসপাতালে যান। এ ছাড়া এই আসনে বিপ্লবী ওয়ার্কার্স পাটি থেকে মনোনয়ন পেয়েছেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক।

জুলাই গণঅভ্যুত্থানের পর ওসমান হাদির হাত ধরে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্লাটফর্ম ‘ইনকিলাব মঞ্চ’। সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ এই প্ল্যাটফর্মের ঘোষিত লক্ষ্য।

Ad 300x250

সম্পর্কিত