leadT1ad

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৩: ৫১
সজীব ওয়াজেদ জয় (ছবি: ফেসবুক থেকে)

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনে সহযোগিতার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এদিন শেখ হাসিনার সাবেক আইসিটি উপদেষ্টা জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপরই জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এছাড়া মামলার পরবর্তী কার্যক্রম ও শুনানির জন্য আগামী ১০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানিকালে তিনি জয় ও পলকের বিরুদ্ধে ইন্টারনেট শাটডাউনের মাধ্যমে গণহত্যায় সহযোগিতার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। একইসঙ্গে তিনি মামলার পলাতক আসামি জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আর্জি জানালে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে গতকাল বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় এই মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসে। তদন্ত প্রতিবেদনে জুলাই-আগস্টের উত্তাল সময়ে ইন্টারনেট ব্ল্যাকআউট করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনে তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই আজ আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হলো।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত