স্ট্রিম প্রতিবেদক

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনে সহযোগিতার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।
এদিন শেখ হাসিনার সাবেক আইসিটি উপদেষ্টা জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপরই জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এছাড়া মামলার পরবর্তী কার্যক্রম ও শুনানির জন্য আগামী ১০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানিকালে তিনি জয় ও পলকের বিরুদ্ধে ইন্টারনেট শাটডাউনের মাধ্যমে গণহত্যায় সহযোগিতার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। একইসঙ্গে তিনি মামলার পলাতক আসামি জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আর্জি জানালে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে গতকাল বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় এই মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসে। তদন্ত প্রতিবেদনে জুলাই-আগস্টের উত্তাল সময়ে ইন্টারনেট ব্ল্যাকআউট করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনে তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই আজ আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হলো।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনে সহযোগিতার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।
এদিন শেখ হাসিনার সাবেক আইসিটি উপদেষ্টা জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপরই জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এছাড়া মামলার পরবর্তী কার্যক্রম ও শুনানির জন্য আগামী ১০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানিকালে তিনি জয় ও পলকের বিরুদ্ধে ইন্টারনেট শাটডাউনের মাধ্যমে গণহত্যায় সহযোগিতার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। একইসঙ্গে তিনি মামলার পলাতক আসামি জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আর্জি জানালে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে গতকাল বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় এই মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসে। তদন্ত প্রতিবেদনে জুলাই-আগস্টের উত্তাল সময়ে ইন্টারনেট ব্ল্যাকআউট করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনে তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই আজ আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হলো।

ঝিনাইদহে নিখোঁজের প্রায় ১৩ ঘণ্টা পর প্রতিবেশীর ঘর থেকে সাইমা আক্তার সাবা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের পবহাটি গ্রামের ঈদগাহ পাড়ায় এ ঘটনা ঘটে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
১ ঘণ্টা আগে
গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও সাংবিধানিক বৈধতা নিয়ে সর্বোচ্চ আদালতে চলা আইনি বিতর্কের চূড়ান্ত অবসান ঘটেছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
৩ ঘণ্টা আগে
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
৫ ঘণ্টা আগে
সাতসকালে আবারও রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
৬ ঘণ্টা আগে