leadT1ad

সাবেক আইনমন্ত্রীর পিএস তৌফিকার ব্যাংকে থাকা ৮৭ কোটি টাকা জব্দ

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২১: ০৪
ছবি: সংগৃহীত

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) তৌফিকা করিম এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১১৪টি ব্যাংক হিসাবে থাকা ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা ফ্রিজ (অবরুদ্ধ) করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. জসীম উদ্দিন খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, ঢাকা সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিমের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত অ্যাকাউন্ট ফ্রিজ করার এই আদেশ দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পিএস। তিনি আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামি জামিন, নিয়োগ বাণিজ্য, বদলির তদবিরসহ নানা অপকর্ম করে উপার্জন করেন। উপার্জিত অর্থ দিয়ে ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করাসহ বিদেশে অর্থপাচার করে মানি লন্ডারিংয়ের অপরাধ করেছে মর্মে প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায়। তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪টি ব্যাংক এ্যাকাউন্ট জব্দ করা হয়।

সিআইডি জানায়, অভিযুক্ত তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪টি ব্যাংক হিসাবে সর্বমোট ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা জমা এবং ৫৬৬ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৫৭৫ টাকা উত্তোলনের বিষয়ে সন্দেহজনক তথ্য পাওয়া যায়। এই হিসাবগুলোতে বর্তমানে ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা স্থিতি পাওয়ায় তা ফ্রিজের আবেদন করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ফ্রিজ করার আদেশ দেন।

সংস্থাটি আরও জানায়, তৌফিকা করিমের বিরুদ্ধে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে মানি লন্ডারিং সংক্রান্তে অনুসন্ধান চলমান রয়েছে।

Ad 300x250

সম্পর্কিত