রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডন থেকে এসে খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার কথা রয়েছে।
এরই মধ্যে জুবাইদা রহমান ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান। তিনি বলেন, আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে জুবাইদা রহমানের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকায় পৌঁছে আজই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে ফিরবেন তিনি।
এর আগে গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ারের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় আমরা লন্ডনে একটি নির্ধারিত হাসপাতাল ঠিক করেছি, সেখানে ইনশাআল্লাহ আমরা উনাকে নিয়ে যাব।
যুক্তরাজ্য গমনকালে খালেদা জিয়ার সঙ্গে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং দেশের বাইরের দুজন চিকিৎসক থাকবেন বলে জানান তিনি।
ডা. জাহিদ বলেন, বিমানে যাত্রাপথে সৃষ্ট যেকোনো প্রতিকূলতার মধ্যে যাতে তাঁকে চিকিৎসা দেওয়া যায়, সে লক্ষ্যে মেডিকেল বোর্ডে সদস্য হিসেবে আরও চিকিৎসকেরা তাঁর সঙ্গে থাকবেন।
এদিকে, খালেদা জিয়ার সফরসঙ্গী কারা হবেন, তার তালিকার একটি কপি পেয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
ইউএনবি জানিয়েছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা ওই তালিকা থেকে জানা গেছে, চিকিৎসকসহ মোট ১৪ জনের একটি দল খালেদা জিয়ার সফরসঙ্গী হবেন।
সফরসঙ্গীর মধ্যে রয়েছেন খালেদা জিয়ার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। পাঁচজন চিকিৎসকের মধ্যে রয়েছেন অধ্যাপক ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, অধ্যাপক মো. শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, ডা. মো. জাফর ইকবাল ও মোহাম্মদ আল মামুন।
এ ছাড়া বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সদস্য হিসেবে থাকবে দুজন— হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ। আরও থাকবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আব্দুল হাই মল্লিক, সহকারী ব্যক্তিগত সচিব মো. মাসুদার রহমান এবং দুই গৃহকর্মী ফাতেমা বেগম ও রুপা শিকদার।
এদিকে খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার জন্য একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ঘোষণা দিয়েছেন কাতার আমির। বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমান এরই মধ্যে কাতার এয়ারওয়েজের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। কাতারের কর্মকর্তারা এই প্রক্রিয়াটিকে দ্রুত করার জন্য কাজ করছেন। তাঁকে রয়্যাল কাতার এয়ার অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হবে।
বিএনপি সূত্র আরও জানায়, খালেদা জিয়াকে লন্ডন ব্রিজ হাসপাতালে নেওয়া হবে বলেও প্রাথমিকভাবে জানা গেছে। তারেক রহমান ইতিমধ্যে লন্ডনের হাসপাতালটি পরিদর্শন করেছেন এবং সেখানে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন হৃদরোগ ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাঁর হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে জানান।
ইতিমধ্যে খালেদা জিয়ার চিকিৎসা ঘিরে এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার গত মঙ্গলবার (২ ডিসেম্বর) তাঁকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে এবং তাঁর নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োজিত করে।