leadT1ad

কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সাশ্রয়ী ডে-কেয়ার সেবা চালু করল বিডা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ২১: ৪৯
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সংগৃহীত ছবি

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) তার প্রধান কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য পেশাদার মানের ডে-কেয়ার সেবা চালু করেছে। এ জন্য ঢাকা আহসানিয়া মিশনের অঙ্গপ্রতিষ্ঠান ‘লিটল ডাকলিংস’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে সংস্থাটি।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিডার প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে বিনিয়োগ ভবনে অবস্থিত বিভিন্ন সংস্থায় কর্মরতদের সন্তানরা পেশাদার ব্যবস্থাপনায় ডে-কেয়ার সেবা পাবে।

এ বিষয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘ঢাকা আহসানিয়া মিশন একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। তাদের মাধ্যমে পেশাদার সেবা নিশ্চিত করার মাধ্যমে আমাদের কর্মপরিবেশে নতুন মাত্রা যোগ হবে। নারীবান্ধব ও পরিবারবান্ধব অফিস গঠনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি বাস্তব সমাধান।’ এই উদ্যোগ বিডার প্রাতিষ্ঠানিক সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আশিক চৌধুরী আরও বলেন, ‘এই সেবার খরচ নামমাত্র রাখা হয়েছে, যাতে সকল কর্মচারী সাশ্রয়ী মূল্যে সেবা পেতে পারেন। সীমিত আয়ের কর্মীদের জন্য রেয়াতমূলক ফি নির্ধারণ করা হয়েছে। এর ফলে অভিভাবকরা নিশ্চিন্তে কাজ করতে পারবেন এবং তাদের সন্তানরা একটি নিরাপদ ও শিক্ষণীয় পরিবেশে বেড়ে উঠবে।’

উল্লেখ্য, বিডায় ডে-কেয়ার সেন্টার প্রথম চালু হয় ২০২৪ সালের নভেম্বর মাসে, যা এতদিন বিডার নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছিল। এখন থেকে ‘লিটল ডাকলিংস’ পেশাগতভাবে এর পরিচালনার দায়িত্বে থাকবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত