leadT1ad

দেশে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস, কমতে পারে আরও

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮: ৫৩
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় এখনও শীতের তীব্রতা শুরু না হলেও উত্তরাঞ্চলে জেঁকে বসেছে। গতকাল শুক্রবার আবহাওয়া অধিদপ্তর দেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করেছে ১২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সিনপটিক অবস্থায় দেখা গেছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এই সময়ে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Ad 300x250

সম্পর্কিত