leadT1ad

রাজনীতিবিদদের বঞ্চিত করে ‘উড়ে এসে জুড়ে’ বসতে চাই না: ফাওজুল কবির খান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০০: ০৫
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন বিদ‍্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, সারাজীবন রাজনীতি করা ব্যক্তিদের বঞ্চিত করে তিনি হঠাৎ ‘উড়ে এসে জুড়ে’ বসতে চান না। উপদেষ্টা হিসেবে তিনি নিরপেক্ষতার শপথে আবদ্ধ এবং বাকি জীবন নির্দলীয় মানুষ হিসেবেই কাটাতে চান।

সোমবার (১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

উপদেষ্টা জানান, দীর্ঘদিন ধরে সন্দ্বীপ থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য তাকে অনুরোধ করা হচ্ছে। গত রোববার উপজেলা কমপ্লেক্সের মতবিনিময় সভাতেও একই অনুরোধ এসেছে। এমনকি তিনি প্রার্থী হলে কয়েকজন সরে দাঁড়ানোর কথাও বলেছেন। তবে জনপ্রতিনিধি হওয়াকে সৌভাগ্যের বিষয় উল্লেখ করলেও তিনি নির্বাচনে অংশ নেবেন না।

কারণ ব্যাখ্যা করে ফাওজুল কবির খান বলেন, যারা রাজনীতি করেন, এমপি হওয়া তাদের লক্ষ্য থাকে এবং এজন্য তারা ত্যাগ স্বীকার করেন। কিন্তু তার কোনো দলীয় রাজনীতির সম্পৃক্ততা ছিল না। উপদেষ্টা হিসেবে সন্দ্বীপের জন্য কিছু কাজ করায় তাকে অনুরোধ করা হচ্ছে। কিন্তু সরকারি দায়িত্ব পালন করে ব্যক্তিগত সুবিধা নেওয়াকে তিনি ‘স্বার্থের সংঘাত’ মনে করেন। বয়সের কারণে এমপি হওয়া তার অনুকূল নয় উল্লেখ করে তিনি সন্দ্বীপবাসীকে সৎ, মেধাবী ও তরুণ নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান।

Ad 300x250

সম্পর্কিত