leadT1ad

দুই উপদেষ্টার পদত্যাগ চান প্রাথমিকের শিক্ষকেরা, চলছে কর্মবিরতি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষকরা। স্ট্রিম ছবি

চাকরিতে দশম গ্রেডসহ তিন দফা দাবির পাশাপাশি শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সহকারী শিক্ষকেরা। আজ রোববার (৯ নভেম্বর) সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি ছাড়াও শিক্ষকদের একটি অংশ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও পালন করছেন।

বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে বেতন পান। তাঁদের চাকরি দশম গ্রেড করা ছাড়া অন্য দুই দাবি হলো শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া।

গতকাল শনিবার সকালে তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকেরা। বিকেলে শাহবাগ অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধার শিকার হন তাঁরা। এসময় কয়েকজন শিক্ষক আহত হন। এরপরই কর্মবিরতির ডাক দেন শিক্ষকেরা। কর্মসূচি অনুযায়ী তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি বিদ্যালয়গুলোতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন।

শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষকরা। স্ট্রিম ছবি
শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষকরা। স্ট্রিম ছবি

শিক্ষকেরা এখন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগও দাবি করেছেন।

আন্দোলনকারী ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর আহ্বায়ক শামছুদ্দীন মাসুদ স্ট্রিমকে বলেন, তিন দফা দাবি বাস্তবায়ন না করা, শাহবাগে শিক্ষকদের ওপর অতর্কিত হামলা, রাবার বুলেট, জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে শত শত শিক্ষককে আহত করার দায় হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এর পক্ষ থেকে।

Ad 300x250

সম্পর্কিত