leadT1ad

শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে আসেনি, আহত ১০

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত অন্তত ১০ জন আহত হয়েছেন। ছবি: আশরাফুল আলম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন সাড়ে পাঁচ ঘণ্টা পরও এখনো নিয়ন্ত্রণে আসেনি। আজ শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাফি আল ফারুক স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, আগুন ঘটনায় উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে প্রাথমিকভাবে অন্তত ১০ জনে আহত হয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাফি আল ফারুক স্ট্রিমকে জানান, বিমানবন্দরের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আরও সময় লাগবে।

এর আগে, আজ দুুপুর সোয়া ২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লাগে।

শনিবার রাতে বিমানবন্দরে কার্গো এলাকায় সাদা ধোঁয়া বের হতে দেখা যায়। ছবি: স্ট্রিম
শনিবার রাতে বিমানবন্দরে কার্গো এলাকায় সাদা ধোঁয়া বের হতে দেখা যায়। ছবি: স্ট্রিম

ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম আজ বিকেল সাড়ে ৫টার দিকে স্ট্রিমকে জানান, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। পাশাপাশি দুই প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড, বাংলাদেশ) সদস্য তৎপরতায় যোগ দিয়েছেন।

এদিকে, আগুনের কারণে দেশের প্রধান এই বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে বেশ কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং ভারতের কলকাতা বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত