leadT1ad

চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু, সংগ্রহকারী প্রথম প্যানেল ‘দ্রোহ পরিষদ’

তালিকা অনুযায়ী বর্তমানে চাকসুর মোট ভোটার সংখ্যা সাড়ে ২৭ সহস্রাধিক। চাকসু প্রতিষ্ঠার পরবর্তী প্রথম কেবিনেট নির্বাচন হয় ১৯৭০ সালে। পরে ১৯৭১, ’৭৩ ও ১৯৮০ সালেও নির্বাচন। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ফেব্রুয়ারিতে।

স্ট্রিম সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ৩৬
চাকসু নির্বাচনের প্রথম প্যানেল হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে ‘দ্রোহ পরিষদ’। সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনে প্রায় ৩০ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহের তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে চাকসু কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।

প্রথম প্যানেল হিসেবে মনোনয়নপত্র নিয়েছে ‘দ্রোহ পরিষদ’। রোববার দুপুর ১২টার দিকে চাকসুর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন সভাপতি ইফাজ উদ্দিন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শাখার সমন্বয়ে গঠন করা হয়েছে ‘দ্রোহ পরিষদ’ প্যানেল। এতে সহ-সভাপতি (ভিপি) পদের মনোনয়নপত্র নিয়েছেন ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক ও নাট্যকলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঋজুলক্ষ্মী অবরোধ। সাধারণ সম্পাদক (জিএস) পদের মনোনয়নপত্র নিয়েছেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ব্যাংকিং অ্যান্ড ইন্সুইরেন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফাজ উদ্দিন আহমদ ইমু। এ ছাড়া সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদের জন্য ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ জুনায়েদ কবির মনোনয়নপত্র নিয়েছেন।

দ্রোহ পরিষদ প্যানেলের জিএস পদপ্রার্থী ও শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইফাজ উদ্দিন বলেন, ‘আমরা আজ (রোববার) প্রথম প্যানেল হিসেবে মনোনয়ন ফরম নিয়েছি। ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নিয়ে আমাদের “দ্রোহ পরিষদ” প্যানেল গঠিত হয়েছে। আমরা এক সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করব। আমাদের কার্যক্রম চলমান রয়েছে।’

এদিকে চাকসু নির্বাচনে রোববার স্বতন্ত্র প্রার্থীদেরও মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখা গিয়েছে। এতে প্রথম ভিপি প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন নাট্যকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ক্রীড়া সম্পাদক পদে প্রথম মনোনয়নপত্র নিয়েছেন তায়েফুল ইসলাম।

মনোনয়নপত্র বিতরণ সম্পর্কে চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, ‘আজ (রোববার) সকাল সাড়ে ৯টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। প্রথম দিনেই অনেক শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন। এখন পর্যন্ত প্রায় ৩০ জন মনোনয়নপত্র নিয়েছেন। ভালো পরিবেশেই মনোনয়ন ফরম বিতরণ চলছে।’

এর আগে ২৮ আগস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ১২ অক্টোবর চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে রোববার সকাল থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বিতরণ আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্রের দাম নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২০০ টাকা।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে ১৮ সেপ্টেম্বর। এরপর ২১ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এটি প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তালিকা অনুযায়ী বর্তমানে চাকসুর মোট ভোটার সংখ্যা সাড়ে ২৭ সহস্রাধিক। চাকসু প্রতিষ্ঠার পরবর্তী প্রথম কেবিনেট নির্বাচন হয় ১৯৭০ সালে। পরে ১৯৭১, ’৭৩ ও ১৯৮০ সালেও নির্বাচন। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ফেব্রুয়ারিতে।

Ad 300x250

সম্পর্কিত