leadT1ad

পলাতক অবস্থায় আপিল করার সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায়ের পর সাংবাদিকদের সামনে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

পলাতক থাকা অবস্থায় শুধু বাংলাদেশে না বিশ্বের কোথাও আপিল করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।

আজ সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘হাসিনাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা মনে করি শহীদদের, দেশের, গণতন্ত্রের, সংবিধানের প্রতি এই রায় যুগান্তকারী; এই রায় প্রশান্তি আনবে। এই রায় বাংলাদেশের ন্যায়বিচার ও আইনের শাসনের জন্য মাইলফলক হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘আইনগতভাবে যত পদক্ষেপ আছে, বাংলাদেশ সরকার তা নেবে বলে আশা করি। আইনের বিধানমতে যেদিন হাসিনা গ্রেপ্তার হবেন, সেদিন থেকে তার সাজা কার্যকর হবে।’

এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কোনো বিষয় ছিল না বলে আদালত কোনো মন্তব্য করেননি বলে জানান তিনি।

শহীদ ও আহতদের ক্ষতিপূরণ নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আদালত শহীদ ও আহতদের ক্ষতিপূরণ দিতে নির্দেশনা দিয়েছেন। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে।’

Ad 300x250

সম্পর্কিত