leadT1ad

তাজরীন ট্র্যাজেডির ১৩ বছর: বন্ধ কারখানার সামনে নিহত শ্রমিকদের স্মরণ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার (ঢাকা)

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১২: ২৫
তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণ। স্ট্রিম ছবি

ঢাকার সাভারে ভয়াবহ তাজরীন ফ্যাশন অগ্নিকাণ্ডের ১৩ বছর পূর্তিতে হতাহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নিহত শ্রমিকদের স্বজন, সহকর্মী, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। আজ সোমবার (২৪ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে পরিত্যক্ত তাজরীন গার্মেন্টস ভবনের সামনে প্রতি বছরের মতো নিহতদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

এ সময় নিহতদের মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে নিহত ও আহত শ্রমিকদের এক জীবন সমপরিমাণ ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, আজ তাজরীন ট্র্যাজেডির ১৩ বছর। এ ঘটনায় কোনো বিচার এখনও হয়নি। নিহত শ্রমিকদের পরিবারগুলো কষ্টে দিন পার করছে। আর আহত শ্রমিকরা পঙ্গু হয়ে জীবনযাপন করছেন। আমাদের দাবি, তাজরীনের এই ভবনটি ভেঙে এখানে শ্রমিকদের পুনর্বাসন অথবা হাসপাতাল তৈরি করা হোক। একইসঙ্গে খুনি দেলোয়ারের (কারখানার মালিক দেলোয়ার হোসেন) ফাঁসি হোক।’

এ সময় সেই দিনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। মানববন্ধনে অংশ নিয়েছেন তাজরীন গার্মেন্টসের অগ্নিকাণ্ডে আহত শ্রমিক নাছিমা আক্তার। তিনি বলেন, ‘আজ তাজরীন ঘটনার ১৩ বছর হয়ে গেল। তারপরও আমরা ন্যায্য ক্ষতিপূরণ পেলাম না। বেঁচে থাকার জন্য শারীরিক ও মানসিক যন্ত্রণা নিয়েই ঝুটের গোডাউনে অল্প বেতনে কাজ করছি। চিকিৎসা না পেয়ে আমাদের বেশ কয়েকজন শ্রমিক মারা গেছেন। সবাই এই দিনটির কথা ভুলে গেলেও আমরা কোনোভাবেই ভুলতে পারি না।’

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিত পুরে অবস্থিত তোবা গ্রুপ এর গার্মেন্টস কারখানা তাজরিন ফ্যাশন লিমিটেড এর মালিক দেলোয়ার এর পরিকল্পিত লাগানো আগুনে ১১৪ শ্রমিক নিহত এবং ১৭২ জন শ্রমিক গুরুতর আহত ও বহু শ্রমিক আহত আহত হয়ে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ শ্রমিকদের সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণ, অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা মালিক দেলোয়ারসহ দায়ী ব্যক্তিদের বিচার হয়নি।’

তিনি বলেন, ’বিগত সরকার শ্রমিকদের সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণ, অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা মালিক দেলোয়ারসহ দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করেনি। বরং দলীয় পদ-পদবী দিয়ে পুরস্কৃত করেছেন। বর্তমান সরকারও শ্রমিকদের বারবার আশ্বাস দিয়ে দিয়ে আসছে। কিন্তু আশ্বাস বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখছি না। সবাই শ্রমিকদের সঙ্গে প্রতারণা করছে।’

২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে প্রায় ১১৭ জন শ্রমিক নিহত হন। এছাড়া আহত হন প্রায় দুই শতাধিক শ্রমিক।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত