দেশের পোশাক শিল্পের অগ্নিকাণ্ডের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনার নাম তাজরীন ট্র্যাজেডি। ২০১২ সালের ২৪ নভেম্বর, স্বাভাবিক দিনের মতোই আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশন কারখানায় কাজ করছিলেন শ্রমিকেরা। সন্ধ্যায় হঠাৎ ভবনের আটতলায় আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে।