leadT1ad

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবাগের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবাগের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক হয় বলে জানায় দলটির মিডিয়া সেল সদস্য খান মুহাম্মদ মুরসালীন।

সাক্ষাতে নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক সুলতান মুহাম্মদ জাকারিয়া ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলাউদ্দীন মোহাম্মদ।

কী আলোচনা হয়েছে জানতে চাইলে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলাউদ্দীন মোহাম্মদ স্ট্রিমকে বলেন, ‘ভুটানের সঙ্গে আমাদের দেশের স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভুটানের প্রধানমন্ত্রীকে গণতন্ত্রের দিকে বাংলাদেশের উত্তরণে অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছি আমরা। ভুটানের প্রধানমন্ত্রীও দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি, বিশেষ করে উচ্চশিক্ষা, বাণিজ্য এবং আইসিটি খাতে সহযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।’

একই দিনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

এর আগে শনিবার (২২ নভেম্বর) সকালে তিন দিনের সফরে ঢাকায় আসেন তিনি। ওইদিন সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত