ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোট সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালট অ্যাপে নিবন্ধন কার্যক্রম আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে।
সোমবার নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ নামের মোবাইল অ্যাপ ব্যবহার করে বিশ্বের যেকোনো দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা সহজেই নিবন্ধন করতে পারছেন।
যাঁরা এখনো নিবন্ধন করেননি, তাঁদের দ্রুত অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া শেষ করার অনুরোধ জানিয়েছে ইসি। পাশাপাশি প্রবাসে থাকা পরিবার-পরিজন ও পরিচিতজনদেরও এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ভোটে অংশ নিতে উৎসাহিত করার আহ্বান জানিয়েছে কমিশন।
ভোট নিবন্ধন শুরুর পরে আজ ১৫তম দিনের সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ভোটার নিবন্ধন দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৩৮৬ জন। নিবন্ধনকারীদের মধ্যে ১ লাখ ৭ হাজার ২০৪ জন পুরুষ ভোটার ও ১৬ হাজার ১৯২ জন নারী ভোটার। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য পাওয়া গেছে।
ইসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দেশভিত্তিক হিসাবে যুক্তরাষ্ট্রে ১৮,১১৪ জন, সৌদি আরব থেকে ১০,৯৩৯ জন, দক্ষিণ কোরিয়ায় ৯,৩৯১জন , সিংগাপুর থেকে ৮,৭৯৩ জন, কানাডা থেকে ৮,৬১০ জন, অস্ট্রেলিয়ায় ৭,৪৮২ জন, যুক্তরাজ্য থেকে ৭,০৩২ জন, জাপান থেকে ৬৭৯৮ জন, ইতালি থেকে ৫২৩৮ জোন এবং দক্ষিণ আফ্রিকায় ৪,৭২৭ জন নিবন্ধন করেছেন।
৭ বিষয়ে এনআইডি সংশোধন স্থগিত রাখছে ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার তালিকা চূড়ান্তকরণের কাজ চলমান থাকায় নিজ নামসহ সাতটি বিষয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন আপাতত বিবেচনা করবে না নির্বাচন কমিশন (ইসি)। স্থগিত থাকা সাতটি বিষয় হলো নাম, পিতার নাম, মাতার নাম, পেশা, জন্মতারিখ, ভোটারের ঠিকানা ও ছবি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘এনআইডি সংশোধনের বিষয়টি স্থগিত রাখা হয়েছে। ভোটার তালিকা চূড়ান্ত করার কারণে এই সাতটি বিষয়ে এখন কোনো পরিবর্তন করা যাবে না। কারণ এগুলো পরিবর্তন হলে ভোটার তালিকায় প্রভাব পড়বে।’
সিনিয়র সচিব জানান, স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, প্রতিবন্ধিতার ধরন, ভোটার ঠিকানা ছাড়া অন্যান্য ঠিকানা, টেলিফোন ও মোবাইল নম্বরসহ অন্যান্য তথ্য সংশোধনের সুযোগ রাখা হয়েছে বলেও জানান তিনি।