leadT1ad

শাহজালালে আগুন: সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছেন ৪ শতাধিক যাত্রী

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নীলফামারী
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৯: ২২
সৈয়দপুর বিমানবন্দরের সামনের চিত্র। সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন লাগার ঘটনায় স্থগিত রয়েছে সব রুটের বিমান চলাচল। এতে সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছেন ঢাকাগামী ছয়টি ফ্লাইটের প্রায় চার শতাধিক যাত্রী।

সৈয়দপুর বিমানবন্দর সূত্রমতে, বেলা আড়াইটার দিকে বেসরকারি কোম্পানি ইউএস বাংলার একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগার কারণে ওই ফ্লাইটটি ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর থেকে উড্ডয়ন করেনি।

এর আগে, আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগে।

সূত্রটি আরও জানায়, সিডিউল অনুযায়ী আজ শনিবার বেলা আড়াইটা থেকে রাত সোয়া ৮টা পর্যন্ত বেসরকারি কোম্পানির আরও পাঁচটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করতো। কিন্তু বিমান ওঠানামা স্থগিত থাকায় মোট ছয়টি ফ্লাইটের প্রায় চার শতাধিক ঢাকাগামী যাত্রী আটকা পড়ে রয়েছে। এদের মধ্যে শিশু ও নারীরাও রয়েছেন।

সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ লাগা আগুনের ঘটনায় ঢাকাগামী ফ্লাইট চলাচল কর্তৃপক্ষের নির্দেশে প্রথমে সন্ধ্যা ৬টা এবং পরে রাত ৯টা পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।

Ad 300x250

সম্পর্কিত