বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের ১৮৯ নেতা-কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
স্ট্রিম প্রতিবেদক

গত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের ১৮৯ নেতা-কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ৬৪ জনকে আজীবন বহিষ্কার ও ৭৩ জনের সনদ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
গত বছরের ১৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে, পরবর্তী সময়ে ১৫ জুলাই সন্ধ্যায় তৎকালীন বঙ্গবন্ধু হলের সামনে এবং ওই রাতেই উপাচার্যের বাসভবনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করা ছাত্রলীগ নেতা-কর্মীদের ১৮৯ জনকে চূড়ান্ত শাস্তি দেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।
তিনি বলেন, অধিকতর তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ২২৯ জন সাবেক ও বর্তমান শিক্ষার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। তাঁদের মধ্যে ১৮৯ জনকে শাস্তির আওতায় আনা হয়েছে। এরমধ্যে ১১০ জন বর্তমান শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থী রয়েছে ৭৯ জন।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ৬৪ জনকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়াও ৩৭ জনকে ২ বছরের জন্য বহিষ্কার, আট জন শিক্ষার্থীকে একবছর ও ছয় মাসের জন্য এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে যাদের পড়াশোনা আগেই শেষ কিন্তু হামলায় জড়িত ছিল, এমন সাবেক শিক্ষার্থীদের মধ্যে ৭৩ জনের সনদ বাতিল করা হয়েছে। আরও ছয় শিক্ষার্থীর সনদ দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।
সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় ২০ জন বর্তমান শিক্ষার্থী ও ২০ জন সাবেক শিক্ষার্থীকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, এসব ঘটনায় জড়িত বহিরাগত সন্ত্রাসী, পরিকল্পনাকারী ও ক্যাম্পাসে আগত পুলিশ সদস্যদের কার্যকলাপ শৃঙ্খলা অধ্যাদেশের আওতায় পড়ে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদনটি আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া ৪০ জন শিক্ষার্থীর বিষয়ে অধিকতর তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব বলেন, হামলার সঙ্গে তাদের বিরুদ্ধে জড়িত থাকার ভিডিও, ছবি বা কোনো সাক্ষ্য-প্রমাণ না মেলায় অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আমরা প্রত্যক্ষ-পরোক্ষ কোনো সাক্ষ্য পাইনি এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেও তাদের জড়িত থাকার কোনো সূত্র দেখা যায়নি।

গত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের ১৮৯ নেতা-কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ৬৪ জনকে আজীবন বহিষ্কার ও ৭৩ জনের সনদ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
গত বছরের ১৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে, পরবর্তী সময়ে ১৫ জুলাই সন্ধ্যায় তৎকালীন বঙ্গবন্ধু হলের সামনে এবং ওই রাতেই উপাচার্যের বাসভবনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করা ছাত্রলীগ নেতা-কর্মীদের ১৮৯ জনকে চূড়ান্ত শাস্তি দেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।
তিনি বলেন, অধিকতর তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ২২৯ জন সাবেক ও বর্তমান শিক্ষার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। তাঁদের মধ্যে ১৮৯ জনকে শাস্তির আওতায় আনা হয়েছে। এরমধ্যে ১১০ জন বর্তমান শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থী রয়েছে ৭৯ জন।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ৬৪ জনকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়াও ৩৭ জনকে ২ বছরের জন্য বহিষ্কার, আট জন শিক্ষার্থীকে একবছর ও ছয় মাসের জন্য এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে যাদের পড়াশোনা আগেই শেষ কিন্তু হামলায় জড়িত ছিল, এমন সাবেক শিক্ষার্থীদের মধ্যে ৭৩ জনের সনদ বাতিল করা হয়েছে। আরও ছয় শিক্ষার্থীর সনদ দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।
সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় ২০ জন বর্তমান শিক্ষার্থী ও ২০ জন সাবেক শিক্ষার্থীকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, এসব ঘটনায় জড়িত বহিরাগত সন্ত্রাসী, পরিকল্পনাকারী ও ক্যাম্পাসে আগত পুলিশ সদস্যদের কার্যকলাপ শৃঙ্খলা অধ্যাদেশের আওতায় পড়ে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদনটি আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া ৪০ জন শিক্ষার্থীর বিষয়ে অধিকতর তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব বলেন, হামলার সঙ্গে তাদের বিরুদ্ধে জড়িত থাকার ভিডিও, ছবি বা কোনো সাক্ষ্য-প্রমাণ না মেলায় অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আমরা প্রত্যক্ষ-পরোক্ষ কোনো সাক্ষ্য পাইনি এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেও তাদের জড়িত থাকার কোনো সূত্র দেখা যায়নি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেখ পরিবারের সদস্যদের নামে থাকা চারটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
পোস্টাল ব্যালটে ‘ইন-কান্ট্রি’ (দেশের ভেতরে) ভোট ব্যবস্থাপনার অংশ হিসেবে প্রতিটি জেলায় কয়েদিদের ভোটার নিবন্ধনের জন্য বিশেষ ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
৫ ঘণ্টা আগে
ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানার মূল খাঁচা থেকে বের হওয়া স্ত্রী সিংহকে বশে আনা হয়েছে। প্রায় পৌনে দুই ঘণ্টার প্রচেষ্টায় শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার পর কর্মকর্তারা ইনজেকশন দিয়ে অবচেতন করে তাঁকে ফের খাঁচায় পাঠাতে সক্ষম হন। এ ঘটনায় দুই সদস্যের কমিটি করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না—এ প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘উনি ভোট করবেন, এটা বলেছেন। উনি খুব ভালো করে জানেন যে ভোট করতে হলে কী কী করতে হয়। সুতরাং উনি ভোটার হয়েছেন কি হননি, এই প্রশ্ন অবান্তর।’
৯ ঘণ্টা আগে