.png)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত
চবি শিক্ষার্থী মো. মামুনের মস্তিষ্কে অস্ত্রপোচার (অপারেশন) করে মাথা থেকে ১৩ টুকরো হাড় বের করা হয়েছে। তাঁর খুলি এখন হাসাপাতলের রেফ্রিজারেটরে (ফ্রিজ) বিশেষভাবে সংরক্ষিত। মাথায় খুলি না থাকা নরম অংশে কোনো চাপ না দিতে দর্শনার্থীদের সতর্ক করে লেখা হয়েছে বার্তা।

স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালের বিশেষ কেবিনের ভেতরটা বেশ নিরব। শয্যার পাশে রাখা যন্ত্রের বিপ্ শোনা যায়। শয্যায় এক পাশ ফিরে শুয়ে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থী মোহাম্মদ মামুন। মাথা মুড়ে আছে সাদা ব্যান্ডেজ। তাতে লেখা ‘হাড় নেই, চাপ দিবেন না।’
গত শনিবার হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রপোচার (অপারেশন) করে মাথা থেকে ১৩ টুকরো হাড় বের করা হয়। তাঁর খুলি এখন হাসাপাতলের রেফ্রিজারেটরে (ফ্রিজ) বিশেষভাবে সংরক্ষিত আছে। মাথায় খুলি না থাকা নরম অংশে কোনো চাপ না দিতে দর্শনার্থীদের সতর্ক করে এটি লেখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
শনিবার (৩০ আগস্ট) চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অনেকের সঙ্গে গুরুতর আহত হন ২০২০-২১ শিক্ষাবর্ষের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. মামুন। দেশীয় ধারালো অস্ত্রের কোপে তাঁর মাথা মারাত্মকভাবে জখম হয়েছে। এ ছাড়া তাঁর নাকে ও মুখে রক্তক্ষরণের পাশাপাশি কানের পর্দা ফেটে গেছে।
বেসরকারি হাসপাতালটিতে টানা চারদিন লাইফ সাপোর্ট এবং নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) থাকার পর মামুনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাই বুধবার (৩ সেপ্টেম্বর) তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়। সুস্থ হয়ে উঠলে দুই মাস পর তাঁর মাথার খুলি লাগানো হবে বলে বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন।
মামুনের সঙ্গে থাকা তাঁর বন্ধু রাসেল রানা বলেন, ওর অবস্থা বর্তমান উন্নতির দিকে যাচ্ছে। কেবিনের শিফট করা হয়েছে। ইশারার মাধ্যমে কথা বলার চেষ্টা করছে। ওর মাথার হাড় ভেঙে ভেতরে টুকরা টুকরো হয়ে গিয়েছিল। ভেতরে রক্ত জমাট বেঁধেছিল। এ জন্য মাথার পেছনে মস্তিষ্কে অংশে অপারেশন করা হয়েছে।
রাসেল রানা বলেন, খুলি পুনরায় লাগাতে ডাক্তার দুই মাস সময় চেয়েছেন। তবে পরিস্থিতি ভালো হলে এক মাসের মধ্যে লাগাতে পারে। যদি অবনতি হয় তাহলে আরো বেশি সময় লাগতে পারে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছে।
রোববার (৩১ আগস্ট) প্রায় চার ঘণ্টা ধরে অস্ত্রপোচার করা হয় মামুনের। তাঁর মাথা থেকে ১৩ টুকরো হাড় বের করা হয়েছে। এ জন্য তাঁর খুলি এখন ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়েছে। তাঁকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার ফলে মস্তিষ্কের ভেতর রক্তক্ষরণ হয়েছে। ডাক্তারের বরাতে এসব কথা বলেন চবির সমাজতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘সে সুস্থ হলে দুই মাস পর তার খুলি লাগাতে হবে বলে বিশেষজ্ঞ ডাক্তার জানিয়েছেন। তার অবস্থা এখন কিছুটা ভালো। আস্তে আস্তে অবস্থার উন্নতি হচ্ছে।’
পার্কভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার (জিএম) জিয়াউদ্দিন বলেন, মামুন মোটামুটি ভালো আছে। তাঁর সেন্সও ফিরে আসছে। এখন কেবিনে তাঁর চিকিৎসা চলছে। মাথার মস্তিষ্কের অংশে অস্ত্রপোচার করায় আপাতত খুলি খুলে সংরক্ষণ করা হয়েছে। এ অবস্থায় তার মাথায় হাড় নেই। এক-দুই মাস পর অথবা অবস্থা অনুযায়ী খুলি আবার লাগানো হবে।
এর আগে শনিবার (৩০ আগস্ট) রাতে ও পরদিন রবিবার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কয়েক দফ সংঘর্ষ হয়। এ সব ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন। ওই ঘটনায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) করা একটি মামলায় ৯৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১ হাজার ব্যক্তিকে আসামি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মামলায় এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালের বিশেষ কেবিনের ভেতরটা বেশ নিরব। শয্যার পাশে রাখা যন্ত্রের বিপ্ শোনা যায়। শয্যায় এক পাশ ফিরে শুয়ে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থী মোহাম্মদ মামুন। মাথা মুড়ে আছে সাদা ব্যান্ডেজ। তাতে লেখা ‘হাড় নেই, চাপ দিবেন না।’
গত শনিবার হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রপোচার (অপারেশন) করে মাথা থেকে ১৩ টুকরো হাড় বের করা হয়। তাঁর খুলি এখন হাসাপাতলের রেফ্রিজারেটরে (ফ্রিজ) বিশেষভাবে সংরক্ষিত আছে। মাথায় খুলি না থাকা নরম অংশে কোনো চাপ না দিতে দর্শনার্থীদের সতর্ক করে এটি লেখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
শনিবার (৩০ আগস্ট) চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অনেকের সঙ্গে গুরুতর আহত হন ২০২০-২১ শিক্ষাবর্ষের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. মামুন। দেশীয় ধারালো অস্ত্রের কোপে তাঁর মাথা মারাত্মকভাবে জখম হয়েছে। এ ছাড়া তাঁর নাকে ও মুখে রক্তক্ষরণের পাশাপাশি কানের পর্দা ফেটে গেছে।
বেসরকারি হাসপাতালটিতে টানা চারদিন লাইফ সাপোর্ট এবং নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) থাকার পর মামুনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাই বুধবার (৩ সেপ্টেম্বর) তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়। সুস্থ হয়ে উঠলে দুই মাস পর তাঁর মাথার খুলি লাগানো হবে বলে বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন।
মামুনের সঙ্গে থাকা তাঁর বন্ধু রাসেল রানা বলেন, ওর অবস্থা বর্তমান উন্নতির দিকে যাচ্ছে। কেবিনের শিফট করা হয়েছে। ইশারার মাধ্যমে কথা বলার চেষ্টা করছে। ওর মাথার হাড় ভেঙে ভেতরে টুকরা টুকরো হয়ে গিয়েছিল। ভেতরে রক্ত জমাট বেঁধেছিল। এ জন্য মাথার পেছনে মস্তিষ্কে অংশে অপারেশন করা হয়েছে।
রাসেল রানা বলেন, খুলি পুনরায় লাগাতে ডাক্তার দুই মাস সময় চেয়েছেন। তবে পরিস্থিতি ভালো হলে এক মাসের মধ্যে লাগাতে পারে। যদি অবনতি হয় তাহলে আরো বেশি সময় লাগতে পারে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছে।
রোববার (৩১ আগস্ট) প্রায় চার ঘণ্টা ধরে অস্ত্রপোচার করা হয় মামুনের। তাঁর মাথা থেকে ১৩ টুকরো হাড় বের করা হয়েছে। এ জন্য তাঁর খুলি এখন ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়েছে। তাঁকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার ফলে মস্তিষ্কের ভেতর রক্তক্ষরণ হয়েছে। ডাক্তারের বরাতে এসব কথা বলেন চবির সমাজতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘সে সুস্থ হলে দুই মাস পর তার খুলি লাগাতে হবে বলে বিশেষজ্ঞ ডাক্তার জানিয়েছেন। তার অবস্থা এখন কিছুটা ভালো। আস্তে আস্তে অবস্থার উন্নতি হচ্ছে।’
পার্কভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার (জিএম) জিয়াউদ্দিন বলেন, মামুন মোটামুটি ভালো আছে। তাঁর সেন্সও ফিরে আসছে। এখন কেবিনে তাঁর চিকিৎসা চলছে। মাথার মস্তিষ্কের অংশে অস্ত্রপোচার করায় আপাতত খুলি খুলে সংরক্ষণ করা হয়েছে। এ অবস্থায় তার মাথায় হাড় নেই। এক-দুই মাস পর অথবা অবস্থা অনুযায়ী খুলি আবার লাগানো হবে।
এর আগে শনিবার (৩০ আগস্ট) রাতে ও পরদিন রবিবার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কয়েক দফ সংঘর্ষ হয়। এ সব ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন। ওই ঘটনায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) করা একটি মামলায় ৯৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১ হাজার ব্যক্তিকে আসামি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মামলায় এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
.png)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পুরো আসনের ভোট বন্ধের ক্ষমতা ফেরত চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া প্রস্তাব অনুমোদন করে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) ২০২৫-এর সংশোধনী প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়।
৪ মিনিট আগে
আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় মঙ্গলবার এক নারীকে নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, ভুক্তভোগী নারী নিজেকে নির্দোষ দাবি করে উপস্থিত লোকজনের কাছে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুনয় করছিলেন। একপর্যায়ে এক ব্যক্তি রশি ধরে টেনে-হিঁচড়ে তাঁকে পাশের গলিতে নিয়ে যান।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট থেকে বসুরহাট যাওয়ার পথে সিএনজিচালতি অটোরিকশার সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে কবিরহাট-বসুরহাট সড়কে উল্টো পাশে চলে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক ওই অটোরিকশাকে চাপা দিয়ে অনেক দূর পর্যন্ত ঠেলে নিয়ে যায়।
২ ঘণ্টা আগে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৫ কোটি ৩২ লাখ টাকার বেশি অর্থ আত্মসাতের মামলার সংস্থাটির সাবেক এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সৈয়দ শরিফুল ইসলাম নামে ওই ব্যক্তি সংস্থাটির সাবেক সহকারী পরিচালক (অর্থ) ছিলেন।
২ ঘণ্টা আগে