leadT1ad

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের হাইকমিশনারকে ডেকেছে ভারতের পররাষ্ট্র দপ্তর

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
ঢাকা

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৫: ০৪
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংগৃহীত ছবি

ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে ‘পদযাত্রা’ বা ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচির উত্তাপের মধ্যেই দিল্লিতে বাংলাদেশের হাই-কমিশনারকে জরুরি তলব করা হয়েছে। ভারতীয় মিশনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের সংবাদ সংস্থা এএনআই-এর বরাতে জানা গেছে, আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে তাঁকে সাউথ ব্লকে ডেকে পাঠানো হয়।

এর আগে গত রোববার (১৪ ডিসেম্বর) ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় হাইকমিশনারকে ডেকে আন্তর্জাতিক অপরাধ আদালতে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে। হাই-কমিশনারকে জানানো হয়েছে, ভারতে অবস্থান করা শেখ হাসিনা বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্ন করা ও আসন্ন নির্বাচন বানচালের অসাধু উদ্দেশ্যে ক্রমাগতভাবে উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন ও তার দলের সমর্থকদের সন্ত্রাসী কার্যকলাপ চালানোর নির্দেশনা দিচ্ছেন।

জানা গেছে, ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করছে ‘জুলাই ঐক্য’ নামের একটি মোর্চা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়া এবং কথিত ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে ডাকা এই কর্মসূচির কারণে আজ রাজধানীর কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ নিয়ে ‘উদ্ভূত পরিস্থিতি’র কথা বলে আজ বুধবার দুপুর ২টার পর থেকে কেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় মিশন। আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিস্থিতির কারণে আজ বুধবার দুপুর ২টার পর আর কোনো ভিসা সংক্রান্ত কার্যক্রম চলবে না।

এদিকে কূটনৈতিক এই টানাপড়েন ও তলবের মধ্যেও অবশ্য দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের প্রথাগত আনুষ্ঠানিকতায় ছেদ পড়েনি। এএনআই-এর প্রতিবেদনে জানানো হয়েছে, ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে দুই দেশের মধ্যে যোদ্ধাদের প্রতিনিধি বিনিময় হয়েছে। গত ১৪ ডিসেম্বর আটজন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দুজন কর্মরত কর্মকর্তা ভারতে বিজয় দিবস উদযাপনে অংশ নিতে কলকাতায় যান। একইভাবে, বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গত ১৫ ডিসেম্বর আটজন ভারতীয় যুদ্ধাভিজ্ঞ সাবেক সেনাসদস্য ও দুজন কর্মরত ভারতীয় সেনা কর্মকর্তা ঢাকায় পৌঁছান।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত