leadT1ad

রোববার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিলো সরকার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ২২: ৫৭
পেঁয়াজ। ছবি: সংগৃহীত

পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন ৫০টি করে আমদানি অনুমতিপত্র বা আইপি ইস্যু করা হবে। প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন থাকবে।

তবে এক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। যেসব আমদানিকারক চলতি বছরের ১ আগস্ট থেকে আমদানির অনুমতির জন্য আবেদন করেছিলেন, কেবল তারাই পুনরায় আবেদন দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক মাত্র একবারই আবেদনের সুযোগ পাবেন।

Ad 300x250

সম্পর্কিত