leadT1ad

বেবিচক ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন পরিচালককে প্রত্যাহার

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১৬: ২৫
বেবিচক ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন শাখার পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. আহসান হাবীব। সংগৃহীত ছবি

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন শাখার পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. আহসান হাবীবকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, আহসান হাবীবকে বাংলাদেশ বিমানবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।

আহসান হাবীবের স্থলে নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মো. মনিরুল ইসলাম। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে তাঁর চাকরি ন্যস্ত করা হয়েছে।

গত সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল এবং কলেজে একটি যুদ্ধবিমান দুর্ঘটনার রেশ না কাটতেই এ সংবাদ এল।

Ad 300x250

সম্পর্কিত