leadT1ad

রবীন্দ্র সরোবরে নাচ-গানে ও কবিতায় নবান্ন উৎসব উদযাপন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ২২: ৪৭
ধানমন্ডির রবীন্দ্র সরোবরে নাচ, গান আর কবিতায় উদযাপিত হলো ‘নবান্ন উৎসব ১৪৩২’। স্ট্রিম ছবি

অগ্রহায়ণের প্রথম দিনে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে নাচ, গান আর কবিতায় উদযাপিত হলো ‘নবান্ন উৎসব ১৪৩২’। ‘ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদ’ এর আয়োজনে এই উৎসবে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও ঐতিহ্যবাহী নবান্নভোজ।

আজ রোববার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় রবীন্দ্র সরোবরের মুক্তমঞ্চে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দলীয় নৃত্য পরিবেশন করা হয়। পরে বাউল গান নিয়ে মঞ্চে আসেন শিল্পী সাগর বাউল ও ডলি মন্ডল, যা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদের সদস্যসচিব দীপান্ত রায়হান সঞ্চালনা করেন। এসময় পর্ষদের আহ্বায়ক এহ্‌সান মাহমুদ এবং প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

‘নবান্ন’ শব্দের অর্থ ‘নতুন ভাত’। অগ্রহায়ণ মাসে আমন ধান কাটার পর সেই নতুন চালের প্রথম রান্নাকে কেন্দ্র করে এই উৎসব পালিত হয়, যা বাঙালির হাজার বছরের ঐতিহ্য।

অনুষ্ঠানের শুরুতে দীপান্ত রায়হান বলেন, ‘বর্তমান সময়ে মানুষ ষড়ঋতুর বৈচিত্র্য ভুলতে বসেছে। আমরা শহরের মানুষের মাঝে ঋতুর এই পরিচিতিটা ধরে রাখতে চাই।’

তিনি আরও বলেন, ‘এর আগে আমরা শরৎ উৎসব করেছি। এখন নবান্ন উৎসব করছি। পর্ষদের পক্ষ থেকে পরবর্তীতে আরও আয়োজন থাকবে। আমরা ছয় ঋতুতে ছয়টি উৎসব আয়োজন করার পরিকল্পনা করছি।’

এই আয়োজনের মাধ্যমে নগরজীবনে ঋতুভিত্তিক উৎসবের আমেজ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান আয়োজকরা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত