leadT1ad

কমবে রাতের তাপমাত্রা, পড়বে কুয়াশা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৯: ০১
কুয়াশাচ্ছন্ন সকালে মাঠে ফুটবল খেলছেন তরুণরা। স্ট্রিম ছবি

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর দিকে অগ্রসর হয়ে গতকাল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি সোমবার সন্ধ্যায় পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাডু–অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছিল।

দুপুরে সিস্টেমটির অবস্থান ছিল ১৩.০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮০.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তরপূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ১৩ দশমিক ২ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছ টেকনাফে ৩১ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়:

আবহাওয়া
Ad 300x250

সম্পর্কিত