স্ট্রিম প্রতিবেদক
আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে রাজধানীর কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান নেতা-কর্মীরা।
আজ শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া আটটার দিকে দ্বিতীয় দফায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জড়ো হন গণঅধিকার পরিষদের নেতারা। তখন এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে জাতীয় পার্টির কর্মীদের সঙ্গে এক দফা সংঘর্ষ হয় গণঅধিকার পরিষদ নেতা-কর্মীদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, আইনশৃঙ্খলাবাহিনীর ধাওয়া খেয়ে গণপরিষদের নোতা-কর্মীরা তাঁদের কার্যালয় আল রাজী কমপ্লেক্সের দিকে চলে যায়। তখনই আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা সবাইকে বেধড়ক লাঠিচার্জ করেন।
গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য শাকিল-উজ-জামান স্ট্রিমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহত কাকরাইলের ইসলামী হাসপাতালে নেওয়া হয়েছে। ভিপি নুরুও এই হাসপাতালে আছেন।
নুরুল হক নুরের ফেসবুক পেজে শেয়ার করা লাইভে দেখা যায়, তাঁকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাচ্ছেন নেতা-কর্মীরা।
আরেকটি ভিডিতে দেখা যায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নুরসহ নেতা-কর্মীদের মারধর করছেন।
ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, সন্ধ্যা ৬:১৫ থেকে সন্ধ্যা ৭:৩০ এর মধ্যে দুই দলের মধ্যেই এই ঘটনা ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য সংস্থা মোতায়েন করা হয়।"
এদিকে নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তাতক্ষণিক বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এক বিবৃতিতে এনসিপি জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ তার দলের উপর আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের বিবৃতি
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ২৯ আগস্ট, শুক্রবার রাতে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সাহসী ও নির্যাতিত নেতা নুরুল হক নুরের ওপরে প্রশাসনের হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেছেন, ফ্যাসিবাদ উত্তর এই সময়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপরে এই ধরণের হামলা কোন যুক্তিতেই মেনে নেয়া যায় না, সহ্য করা যায় না।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, 'জুলাই অভ্যুত্থানের প্রধান চাওয়া হলো, ফ্যাসিবাদের সম্ভাব্য যে কোন ধরণের উত্থান রুখে দেয়া। বিগত আমলে গণতন্ত্রের বিরুদ্ধে ও ফ্যাসিবাদের পক্ষে জাতীয় পার্টির ন্যক্কারজনক ভূমিকা সকলের জানা। বলতে গেলে আওয়ামী ফ্যাসিবাদের আইনী পাটাতন নির্মাণে প্রধান ভূমিকা ছিলো তাদের। ৫ আগষ্টের পরে জাতীয় পার্টির বিষয়েও সিদ্ধান্ত নেয়া দরকার ছিলো। সেটা করা হয় নাই। এখন জাতীয় পার্টির ইস্যুতে নুরের মতো একজন ফ্যাসিবাদ বিরোধী নেতাকে রাস্তায় লাঠিপেটা করা স্পষ্টত জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেয়া। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।'
বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্বেগ ও তীব্র নিন্দা
নুরের ওপর হামলায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বিবৃতিতে দলটি বলেছে, 'গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের বর্বরোচিত হামলা, জাপা সন্ত্রাসীদের ন্যক্কারজনক তাণ্ডব এবং আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকধারী কতিপয় ব্যক্তির প্রত্যক্ষ অংশগ্রহণে গণঅধিকার পরিষদের সভাপতি ও জুলাই-আগস্ট বিপ্লবের সাহসী নেতৃত্ব ভিপি নুরুল হক নুর গুরুতর আহত হয়েছেন।'
বিবৃতিতে আরও বলা হয়েছে, 'ভিপি নুরের ওপর এ কাপুরুষোচিত হামলা দেশের স্বাধীনতাকামী ও বাংলাদেশপন্থী জনতার কণ্ঠরোধের নোংরা প্রয়াস। বিশেষত আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সংশ্লিষ্টতায় একটি দলের প্রধানের ওপর এমন হামলা জাতির জন্য গভীরভাবে উদ্বেগজনক এবং ভয়াবহ অশনিসংকেত বহন করছে।'
বিবৃতিতে বলা হয়, 'এ ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করা হলে জনরোষ ভয়াবহ রূপ নেবে, জনগণ রাজপথে নেমে আসতে বাধ্য হবে। আমরা দৃঢ়ভাবে দাবি করছি— হামলাকারী জাপা সন্ত্রাসী, সংশ্লিষ্ট পুলিশ সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকধারী ব্যক্তিদের অবিলম্বে জবাবদিহিতা ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় হবে। একই সঙ্গে আওয়ামী দোষরদের রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।'
আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে রাজধানীর কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান নেতা-কর্মীরা।
আজ শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া আটটার দিকে দ্বিতীয় দফায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জড়ো হন গণঅধিকার পরিষদের নেতারা। তখন এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে জাতীয় পার্টির কর্মীদের সঙ্গে এক দফা সংঘর্ষ হয় গণঅধিকার পরিষদ নেতা-কর্মীদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, আইনশৃঙ্খলাবাহিনীর ধাওয়া খেয়ে গণপরিষদের নোতা-কর্মীরা তাঁদের কার্যালয় আল রাজী কমপ্লেক্সের দিকে চলে যায়। তখনই আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা সবাইকে বেধড়ক লাঠিচার্জ করেন।
গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য শাকিল-উজ-জামান স্ট্রিমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহত কাকরাইলের ইসলামী হাসপাতালে নেওয়া হয়েছে। ভিপি নুরুও এই হাসপাতালে আছেন।
নুরুল হক নুরের ফেসবুক পেজে শেয়ার করা লাইভে দেখা যায়, তাঁকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাচ্ছেন নেতা-কর্মীরা।
আরেকটি ভিডিতে দেখা যায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নুরসহ নেতা-কর্মীদের মারধর করছেন।
ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, সন্ধ্যা ৬:১৫ থেকে সন্ধ্যা ৭:৩০ এর মধ্যে দুই দলের মধ্যেই এই ঘটনা ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য সংস্থা মোতায়েন করা হয়।"
এদিকে নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তাতক্ষণিক বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এক বিবৃতিতে এনসিপি জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ তার দলের উপর আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের বিবৃতি
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ২৯ আগস্ট, শুক্রবার রাতে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সাহসী ও নির্যাতিত নেতা নুরুল হক নুরের ওপরে প্রশাসনের হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেছেন, ফ্যাসিবাদ উত্তর এই সময়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপরে এই ধরণের হামলা কোন যুক্তিতেই মেনে নেয়া যায় না, সহ্য করা যায় না।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, 'জুলাই অভ্যুত্থানের প্রধান চাওয়া হলো, ফ্যাসিবাদের সম্ভাব্য যে কোন ধরণের উত্থান রুখে দেয়া। বিগত আমলে গণতন্ত্রের বিরুদ্ধে ও ফ্যাসিবাদের পক্ষে জাতীয় পার্টির ন্যক্কারজনক ভূমিকা সকলের জানা। বলতে গেলে আওয়ামী ফ্যাসিবাদের আইনী পাটাতন নির্মাণে প্রধান ভূমিকা ছিলো তাদের। ৫ আগষ্টের পরে জাতীয় পার্টির বিষয়েও সিদ্ধান্ত নেয়া দরকার ছিলো। সেটা করা হয় নাই। এখন জাতীয় পার্টির ইস্যুতে নুরের মতো একজন ফ্যাসিবাদ বিরোধী নেতাকে রাস্তায় লাঠিপেটা করা স্পষ্টত জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেয়া। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।'
বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্বেগ ও তীব্র নিন্দা
নুরের ওপর হামলায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বিবৃতিতে দলটি বলেছে, 'গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের বর্বরোচিত হামলা, জাপা সন্ত্রাসীদের ন্যক্কারজনক তাণ্ডব এবং আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকধারী কতিপয় ব্যক্তির প্রত্যক্ষ অংশগ্রহণে গণঅধিকার পরিষদের সভাপতি ও জুলাই-আগস্ট বিপ্লবের সাহসী নেতৃত্ব ভিপি নুরুল হক নুর গুরুতর আহত হয়েছেন।'
বিবৃতিতে আরও বলা হয়েছে, 'ভিপি নুরের ওপর এ কাপুরুষোচিত হামলা দেশের স্বাধীনতাকামী ও বাংলাদেশপন্থী জনতার কণ্ঠরোধের নোংরা প্রয়াস। বিশেষত আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সংশ্লিষ্টতায় একটি দলের প্রধানের ওপর এমন হামলা জাতির জন্য গভীরভাবে উদ্বেগজনক এবং ভয়াবহ অশনিসংকেত বহন করছে।'
বিবৃতিতে বলা হয়, 'এ ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করা হলে জনরোষ ভয়াবহ রূপ নেবে, জনগণ রাজপথে নেমে আসতে বাধ্য হবে। আমরা দৃঢ়ভাবে দাবি করছি— হামলাকারী জাপা সন্ত্রাসী, সংশ্লিষ্ট পুলিশ সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকধারী ব্যক্তিদের অবিলম্বে জবাবদিহিতা ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় হবে। একই সঙ্গে আওয়ামী দোষরদের রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।'
বিবৃতিতে বলা হয়, 'সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্ত
১ ঘণ্টা আগেআজ শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় শেষ হয় প্রথম দিনের কার্যক্রম । ঢাকাভিত্তিক থিংক ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্সের (দায়রা) উদ্যোগে আয়োজিত কনফারেন্সের এ আসরের প্রতিপাদ্য ‘বাংলাদেশ অ্যাট ক্রস রোডস: রিথিংকিং পলিটিক্স, ইকোনমিক্স, জিওপলিটিকাল স্ট্র্যাটেজি’।
৪ ঘণ্টা আগেবাংলাদেশে জাতীয় সংসদ বা বড় পরিসরে স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের নজির দেখা গেলেও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের মতো বিষয়ে বাংলাদেশের ইতিহাসে 'নজিরবিহীন'। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েন বা উপস্থিতির নজির নেই।
৪ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার প্রতিনিধিদল বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন ও উল্লেখ করেন যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রধানের পক্ষ থেকে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।
৫ ঘণ্টা আগে